Vinesh Phogat Reaches Sport Arbitration Court: স্পোর্টস আর্বিট্রেশন কোর্টে ভিনেশ ফোগট, রুপো আসবে শেষ পর্যন্ত? ভাগ্য নির্ধারণ আজই
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
ভারতের পাশাপাশি গোটা পৃথিবীর তাবৎ কিংবদন্তি কুস্তিগীর ভিনেশকেই সমর্থন করছে৷ তাঁকে রুপো দেওয়ার দাবি তুলে পাশে দাঁড়িয়েছেন ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন জর্ডান বুরোসও৷
প্য়ারিস: বেশি মাত্র ১০০ গ্রাম৷ কুস্তিতে স্বর্ণ পদকের লড়াইয়ে নামতেই পারলেন না তিনি। স্বপ্নছোঁয়ার দিনেই স্বপ্ন ভঙ্গ হয়েছে সমগ্র দেশবাসীর। এর আঁচ পৌঁছে গিয়েছিল সংসদ ভবনেও। ইতিমধ্যেই ভিনেশ ফোগট স্পোর্টস আর্বিট্রেশন কোর্টে রৌপ্য পদকের জন্য আপিল করেছেন৷
জানা গিয়েছে বৃহস্পতিবার, সিএএস সকাল ১১:২০ নাগাদ আবেদনের প্রেক্ষিতে রায় ঘোষণা করবেন৷ রায় ফোগটের পক্ষে হলে আইওসির তরফ থেকে ভারতীয় কুস্তিগীরকে রুপো দিতেই হবে৷
প্রসঙ্গত, সেমিফাইনালে জিতে প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে ফাইনালে ওঠে ভিনেশ ফোগট৷ ফাইনালের দিন ১০০ গ্রাম ওজন বেশি থাকায়, স্বপ্নভঙ্গ হয় ফোগটের সঙ্গে আপামর ভারতবাসীর৷
advertisement
ভারতের পাশাপাশি গোটা পৃথিবীর তাবৎ কিংবদন্তি কুস্তিগীর ভিনেশকেই সমর্থন করছে৷ তাঁকে রুপো দেওয়ার দাবি তুলে পাশে দাঁড়িয়েছেন ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন জর্ডান বুরোসও৷
advertisement
এখন,সুইজারল্যান্ডে অবস্থিত সিএএস কী রায় দিল সেই দিকেই তাকিয়ে আপামর দেশবাসী৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2024 11:35 AM IST