Bihar Police Constable Exam:পুলিশ-নিয়োগ পরীক্ষাতেই নকল! ব্লুটুথ ডিভাইস-সহ আর কী কী ব্যবহার? জানলে চোখ কপালে উঠবে
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
খোদ পুলিশের নিয়োগ পরীক্ষায়, নকল করার জন্য এই ধরনের ব্যবহার সেখানকার পুলিশ অফিসার ও পরীক্ষা কেন্দের সুপারিটেনডেন্টকে অবাক করে দিয়েছিল৷
পটনা: পরীক্ষাকেন্দ্রতে নকল করা তো নতুন কোনও ব্যাপার নয়৷ বরং নিত্য-নতুন নকল করার পন্থাতে চোখ কপালে ওঠার জোগাড়৷ এমনই এক অভূতপূর্ব কায়দায় নকল করা হল বিহারে৷ তাও আবার যে কোনও পরীক্ষায় নয়৷ সাক্ষাৎ পুলিশের পরীক্ষা!
তো কেমন সেই নকলের ধরন? চটির মধ্যে নাকি রাখা ছিল ব্লু টুথ ডিভাইস৷ প্রযুক্তির দুনিয়ায় কী আর নকলের জন্য কাগজ চলে নাকি৷
advertisement
যাই হোক শেষ পর্যন্ত প্রযুক্তি আর শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি৷ রুটিন চেকেরের সময় ধরা পড়েছিল ব্লুটুথের মালিক৷
advertisement
ঘটনাটি ঘটেছিল, বিহারের পাটনা জেলার দুলহিন বাজার এলাকায়৷ ৭ অগাস্ট পুলিশ কনস্টেবলের পরীক্ষা হয়৷ আর তাতেই দু’জন ব্যক্তির স্লিপারের সঙ্গে ব্লুটুথ ডিভাইসটি কানেক্ট ছিল৷
খোদ পুলিশের নিয়োগ পরীক্ষায়, নকল করার জন্য এই ধরনের ব্যবহার সেখানকার পুলিশ অফিসার ও পরীক্ষা কেন্দের সুপারিটেনডেন্টকে অবাক করে দিয়েছিল৷
advertisement
ব্যক্তি দুটির নাম যথাক্রমে রবিশঙ্কর শর্মা ও ভিকি কুমার৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শর্মা সাদওয়াহ দরওয়া গ্রামের ও কুমার পিরাহি গ্রামের বাসিন্দা৷
ভোজপুরের পুলিশ সুপার যাদব জানান,পরীক্ষার রুটিন চেক আপের সময় তাঁদের কাছ থেকে ব্লু টুথ ডিভাইসের সঙ্গে ইয়ারপিসও বাজেয়াপ্ত করা হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2024 4:48 PM IST