Bihar Police Constable Exam:পুলিশ-নিয়োগ পরীক্ষাতেই নকল! ব্লুটুথ ডিভাইস-সহ আর কী কী ব্যবহার? জানলে চোখ কপালে উঠবে

Last Updated:

খোদ পুলিশের নিয়োগ পরীক্ষায়, নকল করার জন্য এই ধরনের ব্যবহার সেখানকার পুলিশ অফিসার ও পরীক্ষা কেন্দের সুপারিটেনডেন্টকে অবাক করে দিয়েছিল৷

স্লিপারে ব্লুটুথ ডিভাইস, নকল করতে অভাবনীয় পদ্ধতির প্রযোগ
স্লিপারে ব্লুটুথ ডিভাইস, নকল করতে অভাবনীয় পদ্ধতির প্রযোগ
পটনা: পরীক্ষাকেন্দ্রতে নকল করা তো নতুন কোনও ব্যাপার নয়৷ বরং নিত্য-নতুন নকল করার পন্থাতে চোখ কপালে ওঠার জোগাড়৷ এমনই এক অভূতপূর্ব কায়দায় নকল করা হল বিহারে৷ তাও আবার যে কোনও পরীক্ষায় নয়৷ সাক্ষাৎ পুলিশের পরীক্ষা!
তো কেমন সেই নকলের ধরন? চটির মধ্যে নাকি রাখা ছিল ব্লু টুথ ডিভাইস৷ প্রযুক্তির দুনিয়ায় কী আর নকলের জন্য কাগজ চলে নাকি৷
advertisement
যাই হোক শেষ পর্যন্ত প্রযুক্তি আর শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি৷ রুটিন চেকেরের সময় ধরা পড়েছিল ব্লুটুথের মালিক৷
advertisement
ঘটনাটি ঘটেছিল, বিহারের পাটনা জেলার দুলহিন বাজার এলাকায়৷ ৭ অগাস্ট পুলিশ কনস্টেবলের পরীক্ষা হয়৷ আর তাতেই দু’জন ব্যক্তির স্লিপারের সঙ্গে ব্লুটুথ ডিভাইসটি কানেক্ট ছিল৷
খোদ পুলিশের নিয়োগ পরীক্ষায়, নকল করার জন্য এই ধরনের ব্যবহার সেখানকার পুলিশ অফিসার ও পরীক্ষা কেন্দের সুপারিটেনডেন্টকে অবাক করে দিয়েছিল৷
advertisement
ব্যক্তি দুটির নাম যথাক্রমে রবিশঙ্কর শর্মা ও ভিকি কুমার৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শর্মা সাদওয়াহ দরওয়া গ্রামের ও কুমার পিরাহি গ্রামের বাসিন্দা৷
ভোজপুরের পুলিশ সুপার যাদব জানান,পরীক্ষার রুটিন চেক আপের সময় তাঁদের কাছ থেকে ব্লু টুথ ডিভাইসের সঙ্গে ইয়ারপিসও বাজেয়াপ্ত করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Police Constable Exam:পুলিশ-নিয়োগ পরীক্ষাতেই নকল! ব্লুটুথ ডিভাইস-সহ আর কী কী ব্যবহার? জানলে চোখ কপালে উঠবে
Next Article
advertisement
মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ? লিখেছিলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না...'
মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ? লিখেছিলেন,'এখনও বিশ্বাস হচ্ছে না’
  • মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ?

  • লিখেছিলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না...'

  • অনুনয় সুদের শেষ পোস্ট দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement