West Bardhaman News: জল পান করলেই অসুস্থ! সাবমারসিবলের জলেও আতঙ্ক বাড়ছে এই এলাকায়
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
জল পান করলে অসুস্থ হয়ে পড়েন এই এলাকার বাসিন্দারা।
পানাগড়, পশ্চিম বর্ধমান: নিয়মিত আসে জল। কিন্তু তা সত্ত্বেও পানীয় জলের তীব্র হাহাকার। যে জল সরবরাহ করা হয়, তা পানের অযোগ্য বলেই অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, সেই জল পান করলে অসুস্থ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পেটের নানাবিধ সমস্যা দেখা দেয়। সেই জল পান করা যায় না। রান্নার কাজেও ব্যবহার করা যায় না।
পানাগড়ের কমিউনিটি হল এলাকা। এখানে বেশ কয়েকটি পরিবারের বসবাস। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পানীয় জলের ব্যবস্থা ছিল না। কিন্তু বছর পাঁচেক আগে পঞ্চায়েতের তরফ থেকে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়। সাবমারসিবলের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা শুরু হয়। কিন্তু বর্তমানে সেই জল ব্যবহার করতে পারেন না এলাকার মানুষ। অভিযোগ সেই জলে শ্যাওলা ভাসে। সেই জল পান করলে অসুস্থ হয়ে পড়েন তারা।
advertisement
advertisement
জল থাকতেও জলের জন্য তীব্র হাহাকার চলছে এলাকায়। কখনও পানীয় জল আনতে যেতে হয় অন্যের বাড়িতে। কখনও আবার পানীয় জলের জন্য ভরসা রাখতে হয় স্থানীয় একটি বিদ্যালয়ের ওপর। অনেক সময় প্রতিবেশীদের অনেকেই জল দিতে চান না বলেও অভিযোগ রয়েছে তাদের। এমন অবস্থায় বাড়িতে জল এলেও পানীয় জলের তীব্র কষ্টে ভুগতে হয় তাদের।
advertisement
পানাগড় বাজারের কমিউনিটি হল এলাকায় পিএইচই দফতরের পানীয় জলের পাইপলাইন পৌঁছে গিয়েছে বলে খবর। কিন্তু তার মাধ্যমে এখনও জল সরবরাহ শুরু হয়নি। অন্যদিকে পঞ্চায়েতের ব্যবস্থা করে দেওয়া জলও ব্যবহার করতে পারেন না তারা। তাই দ্রুত এলাকাবাসীর জন্য পানীয় জলের ব্যবস্থা করার দাবি উঠছে। তারা বলছেন, এইভাবে পানীয় জলের সংকটে ভুগতে ভুগতে তারা ক্লান্ত হয়ে পড়েছেন। তাই অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার দাবি উঠেছে।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 25, 2024 1:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: জল পান করলেই অসুস্থ! সাবমারসিবলের জলেও আতঙ্ক বাড়ছে এই এলাকায়