Astro Tips: বাড়িতে এই জিনিসের দেখা পেলে কপাল ফিরবে রাতারাতি! টাকার সাগরে ভাসবেন! জানুন

Last Updated:
Astro Tips: সংসারে অভাব, কাজে বাধা আসছে, সাফল্য নেই? সব বদলে যাবে এই এক জিনিসে! জানুন জ্যোতিষীর মত
1/5
আপনার বাড়িতেও যদি এই জিনিসটির দেখা পান, তাহলে জেনে রাখুন আপনার কপাল ফিরছে। মা লক্ষ্মীর অপার আশীর্বাদ পেয়েছেন আপনি। তাই এই জিনিসটিকে মোটেও অবহেলা করবেন না। জানিয়েছেন বিশিষ্ট জ্যোতিষ জয়দেব শাস্ত্রী।
আপনার বাড়িতেও যদি এই জিনিসটির দেখা পান, তাহলে জেনে রাখুন আপনার কপাল ফিরছে। মা লক্ষ্মীর অপার আশীর্বাদ পেয়েছেন আপনি। তাই এই জিনিসটিকে মোটেও অবহেলা করবেন না। জানিয়েছেন বিশিষ্ট জ্যোতিষ জয়দেব শাস্ত্রী।
advertisement
2/5
জয়দেববাবু জানিয়েছেন, বাড়ির তুলসী গাছে মঞ্জুরী দেখতে পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার। শাস্ত্রমতে বিশ্বাস করা হয়, তুলসী গাছে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী হরির বসবাস। তারা সন্তুষ্ট হলে তুলসী গাছে মঞ্জুরীর দেখা পাওয়া যায়।
জয়দেববাবু জানিয়েছেন, বাড়ির তুলসী গাছে মঞ্জুরী দেখতে পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার। শাস্ত্রমতে বিশ্বাস করা হয়, তুলসী গাছে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী হরির বসবাস। তারা সন্তুষ্ট হলে তুলসী গাছে মঞ্জুরীর দেখা পাওয়া যায়।
advertisement
3/5
তিনি বলছেন, তুলসী গাছে মঞ্জুরী এলে সেগুলি শুকিয়ে যেতে দেবেন না। তার বদলে এগুলিকে তুলে নিন। তুলসী মঞ্জুরিগুলিকে একটি লাল কাপড়ে মুড়ে রেখে দিন আপনার বাড়ির ঠাকুর ঘর অথবা ঈশান কোণে। শ্রী হরির আশীর্বাদের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে।
তিনি বলছেন, তুলসী গাছে মঞ্জুরী এলে সেগুলি শুকিয়ে যেতে দেবেন না। তার বদলে এগুলিকে তুলে নিন। তুলসী মঞ্জুরিগুলিকে একটি লাল কাপড়ে মুড়ে রেখে দিন আপনার বাড়ির ঠাকুর ঘর অথবা ঈশান কোণে। শ্রী হরির আশীর্বাদের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে।
advertisement
4/5
এই জ্যোতিষী আরও জানিয়েছেন, যদি আপনার বাড়িতে অর্থনৈতিক সংকট চলছে অথবা আপনি আরও ধন-সম্পত্তি লাভ করতে চান, তাহলে তুলসী মঞ্জুরীর টোটকা করুন। গাছ থেকে তুলসী মঞ্জুরী তুলে সেগুলিকে লাল কাপড়ে বেঁধে বাড়ির ক্যাশবাক্স অথবা আলমারির লকারে রেখে দিন। ফল পাবেন হাতেনাতে।
এই জ্যোতিষী আরও জানিয়েছেন, যদি আপনার বাড়িতে অর্থনৈতিক সংকট চলছে অথবা আপনি আরও ধন-সম্পত্তি লাভ করতে চান, তাহলে তুলসী মঞ্জুরীর টোটকা করুন। গাছ থেকে তুলসী মঞ্জুরী তুলে সেগুলিকে লাল কাপড়ে বেঁধে বাড়ির ক্যাশবাক্স অথবা আলমারির লকারে রেখে দিন। ফল পাবেন হাতেনাতে।
advertisement
5/5
তিনি আরও জানিয়েছেন, বাড়ির তুলসী গাছে মঞ্জুরীর দেখা পেলে, সেগুলিকে তুলে অবশ্যই ভগবান শ্রীবিষ্ণুর চরণে নিবেদন করুন। তুলসী মঞ্জুরী নিবেদনে তিনি সন্তুষ্ট হন। শুক্রবার মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন এই তুলসী।
তিনি আরও জানিয়েছেন, বাড়ির তুলসী গাছে মঞ্জুরীর দেখা পেলে, সেগুলিকে তুলে অবশ্যই ভগবান শ্রীবিষ্ণুর চরণে নিবেদন করুন। তুলসী মঞ্জুরী নিবেদনে তিনি সন্তুষ্ট হন। শুক্রবার মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন এই তুলসী।
advertisement
advertisement
advertisement