Potato Price: কবে স্বস্তি ক্রেতাদের? আলুর দাম নিয়ে ‘বড়’ খবর! ব্যবসায়ীরা কী বলছেন, জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Potato Price:আলুর দাম কেজিপ্রতি ৩০ টাকার মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানা গিয়েছে
নয়ন ঘোষ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : বিগত কয়েক মাস ধরেই শাকসবজি, আলুর দামে আগুন। বারবার প্রশাসনের তরফ থেকে দাম নিয়ন্ত্রণের প্রয়াস চালানো হয়েছে। টাস্ক ফোর্সের আধিকারিকরা বিভিন্ন বাজার এলাকায় পরিদর্শন করেছেন। কিন্তু তা সত্বেও নাগালের মধ্যে আনা যায়নি আলুর দাম। বাজার করতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছেন আমজনতা। আলুর অত্যধিক দামে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। আলুর এই অত্যধিক দামের কারণে আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক সেরেছেন রাজ্যের মুখ্যসচিব। সেখানে আলু ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সূত্রের খবর এমনটাই। এমনকি আলুর দাম রাজ্য সরকারের স্থির করে দেওয়া হয়েছে বলে খবর। আলুর দাম কেজিপ্রতি ৩০ টাকার মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানা গিয়েছে।
কিন্তু কেন আলু কিনতে গিয়ে হাত পুড়ছে সাধারণ মানুষের? ছোট আলু ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজার থেকে বেশি দাম দিয়ে তাদের আলু কিনতে হচ্ছে। যার সরাসরি প্রভাব পড়ছে ক্রেতাদের ওপর। বেশি দামে তারা আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। একইসঙ্গে ছোট ব্যবসায়ীদের মন্তব্য, যদি তাঁরা কম দামে আলু কেনার সুযোগ পান, তাহলে তারা ক্রেতাদের হাতেও সেই আলু কম দামে তুলে দিতে পারবেন। আলু ব্যবসায়ীদের একাংশের মন্তব্য, চাহিদা অনুযায়ী জোগান নেই। সেজন্যই হু-হু করে আলুর দাম বেড়েছে। তবে চাহিদা অনুযায়ী জোগান না থাকার তত্ত্ব মানতে চান না আলু কৃষকরা। আলু কৃষকদের একটা বড় অংশ দাবি করছেন, তারা যে সময় আলু চাষ করেছিলেন, সে সময় তাদের ব্যাপক ক্ষতির মুখোমুখি হতে হয়েছিল।
advertisement
আবহাওয়ার কারণে দ্বিতীয়বার আলু চাষ করতে হয়েছিল। তারপরেও তারা যখন আলু বিক্রি করেছিলেন, তখন সেই অর্থে দাম পাননি। অথচ এখন সেই আলুর দাম আকাশছোঁয়া।অন্যদিকে প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যে আলুর চাহিদা অনুযায়ী সরবরাহ ঠিক রাখতে এখন ভিন রাজ্যে আলু রফতানি করা যাবে না। যতক্ষণ পর্যন্ত না বাজারে নতুন আলু আসছে, ততদিন আলু রফতানি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে যদিও এই নির্দেশ কয়েক মাস আগেও দেওয়া হয়েছিল। আলু বোঝাই গাড়ি সীমান্তে আটকে দেওয়া হচ্ছিল। কিন্তু আলু ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রেই নিয়ম লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠছে।
advertisement
advertisement
আরও পড়ুন : প্রেমের টানে কানাডা থেকে কালনায়! টিঙ্কুকে বিয়ে করে বিদেশিনী ক্যাথরিন এখন শাড়ি সিঁদুরে সজ্জিত বাঙালি বউ! রইল দম্পতির ভালবাসার গল্প
আর এসবের মধ্যেই প্রশাসনের এই সদর্থক ভূমিকা দেখে কিছুটা আশা জাগছে সাধারণ মানুষের মনে। বাজারে নতুন আলু আসতে এখনও মাস খানেক দেরি রয়েছে বলেই মনে করছেন ক্রেতারা। সেই জায়গায় দাঁড়িয়ে আলুর দামে যদি রাশ টানা যায়, তাহলে তা সকলের জন্য সুবিধা হবে। প্রশাসনের এই নির্দেশিকার পর আলু ব্যবসায়ীরা কী ভূমিকা নেবেন, কতটা আয়ত্তের মধ্যে আসবে আলুর দাম, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে আমজনতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2024 8:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Potato Price: কবে স্বস্তি ক্রেতাদের? আলুর দাম নিয়ে ‘বড়’ খবর! ব্যবসায়ীরা কী বলছেন, জানুন