Howrah News: টিভি, স্মার্টফোনের যুগেও লাইভ নাটক দেখতে দর্শকদের মেলা! কি এমন যাদু করলেন উদ্যোক্তারা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
আট থেকে আশি বছরের মানুষ নাটক দেখার অপেক্ষায়...
হাওড়া: নাট্য উৎসব কেন্দ্র করে সেজে উঠেছে গ্রাম! বাংলা সাহিত্য কিংবা সংস্কৃতির সঙ্গে নাটকের নিবিড় যোগ। কিন্তু কালের নিয়মে বাঙালির নাট্যচর্চায় আজ অনেকটাই ভাটা পড়েছে। শীতের সন্ধ্যায় নাটকের আসরকে ঘিরে জমজমাট আমতার উদং গ্রাম। উদং কাজরী নাট্য সংস্থার উদ্যোগে আমতা এক ব্লকের উদং উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী সমর স্মৃতি একাঙ্ক নাট্য উৎসব। এই টেলিভিশন মোবাইলের যুগেও লাইভ নাটক দেখতে মানুষ দারুণ উৎসাহিত। বর্তমান এই সময় এমন দৃশ্য প্রায় বিরল। শুরুতে নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত শেষ ২-৩ দশক নাট্যউৎসব। এই কয়েকটা দিনের অপেক্ষায় থাকেন গ্রামের মানুষ। প্রতিবছর কাজরী আয়োজিত নাট্য উৎসবের আকর্ষণ ক্রমেই বেড়ে চলেছে।
কয়েক দশক আগে উদ্যোক্তারা জানিয়েছেন, নাট্যোৎসব চলবে ৩১ ডিসেম্বর অবধি। এবার এই নাট্যোৎসব ২৫ বছরে পড়ল। পাঁচদিনে থাকছে মোট ন’টি একাঙ্ক নাটক ও দু’টি পূর্ণাঙ্গ নাটক। ‘অঙ্গন বেলঘরিয়া’, বর্ধমানের ‘অন্য ভাবনা’, দক্ষিণেশ্বর কোমলগান্ধার, বিভাব নাট্য একাডেমি, ইছাপুর আলেয়ার মত বাংলার বিভিন্ন স্বনামধন্য নাট্যদল এই নাট্যোৎসবে তাদের নাটক মঞ্চস্থ করবে। পাশাপাশি, কাজরীর কলাকুশলীরাও মোট তিনখানি নাটক মঞ্চস্থ করবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আয়োজক সংস্থার সভাপতি সংশিতব্রত মুখার্জী জানিয়েছেন, “অন্যান্যবার নাট্য উৎসব তিনদিনের হলেও এবার রজতজয়ন্তী বর্ষ উপলক্ষ্যে নাট্যোৎসব পাঁচদিনের। দু’টি নাটকের মঞ্চের পাশাপাশি মুক্তমঞ্চে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। নাটক উপলক্ষ্যে উদং-ফতেপুর বাসস্ট্যান্ড থেকে উদং হাইস্কুল অব্ধি কয়েকশো মিটার সেজে উঠেছে তোরণ, কাট আউট সহ নানা সাংস্কৃতিক ভাবনায়। সন্ধ্যায় নাটক দেখতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলে।” শুক্রবার এই নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মর্মর মুখোপাধ্যায়, আমতা থানার ওসি অজয় সিং, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অভি সেনগুপ্ত, বিশিষ্ট উদ্যোগপতি বসন্ত আগরওয়াল সহ অন্যান্যরা।
advertisement
এ প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, “গ্রামের মানুষ সারা বছর অপেক্ষায় থাকে এই নাট্য উৎসবের। এই বর্তমান সময়েও টেলিভিশন স্মার্টফোন ছেড়ে নাটক দেখার অধীর আগ্রহে থাকে এখানকার মানুষ।”
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 31, 2024 2:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: টিভি, স্মার্টফোনের যুগেও লাইভ নাটক দেখতে দর্শকদের মেলা! কি এমন যাদু করলেন উদ্যোক্তারা
