সমাজ সচেতনতামূলক বার্তা দিতে বাইক নিয়ে পাহাড়ে পাড়ি দিলেন সাঁইথিয়ার দুই যুবক
Last Updated:
স্বচ্ছতা অভিযানকে বিশ্ববাসীদের সামনে তুলে ধরতে বীরভূম থেকে সুদূর পাহাড়ে পাড়ি বীরভূমের সাঁইথিয়ার দুই বাইক রাইডারের।
Supratim Das
#বীরভূম: স্বচ্ছতা অভিযানকে বিশ্ববাসীদের সামনে তুলে ধরতে বীরভূম থেকে সুদূর পাহাড়ে পাড়ি বীরভূমের সাঁইথিয়ার দুই বাইক রাইডারের। স্বচ্ছতা বার্তা নিয়ে যখন প্রায় সকলেই প্রতিনিয়ত দিচ্ছেন নানান সচেতনতামূলক বার্তা, আর সাধারণ নাগরিক হিসাবে এই দুই বাইক রাইডারের উদ্দেশ্যকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা। স্বচ্ছতা অভিযানের পাশাপাশি পৃথিবীজুড়ে বেড়ে চলা উষ্ণায়ণ রোধ, সেভ ড্রাইভ সেভ লাইফের মত সচেতনতামূলক বার্তাও রয়েছে তাদের এই রাইডিংয়ে।
advertisement
সাঁইথিয়ার পথপদর্শক ও এফ.টি.আর.সি বাইক রাইডিং টিমের দুই সদস্য রাইডার সৌম্যনাথ মুখার্জী ও আবির মির্ধা এমনই সচেতনতামূলক বাইক রাইডে আজ সিকিমের উচ্চতম গুরুদংমার লেকে পৌঁছলেন।
advertisement
তাঁরা এই মুহুর্তে রয়েছেন ১৭,০০৪ ফুট (৫,১৮৩ মি) উচ্চতায়। এছাড়াও তাঁরা নেপাল, লাচুং, টাইগার হিল সহ আরও বিভিন্ন জায়গায় রাইড করে তাঁদের রাইডের মূল উদেশ্য - স্বচ্ছতা অভিযান, সেফ ড্রাইভ সেভ লাইফ ও বিশ্ব উষ্ণায়ণ রোধ সম্পর্কে বার্তা পৌঁছে দিয়েছেন।
advertisement
গত ১৯ তারিখ তাঁরা শহর সাঁইথিয়া থেকে বাইকে যাত্রা শুরু করেন। এখন লক্ষ্য টাইগারহিল, সেখান থেকে বাইকে ঘুরে আগামী শনিবার তারা সাঁইথিয়া ফিরবেন।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 27, 2019 11:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সমাজ সচেতনতামূলক বার্তা দিতে বাইক নিয়ে পাহাড়ে পাড়ি দিলেন সাঁইথিয়ার দুই যুবক