Kali Puja 2025: পুজো মণ্ডপে মৃৎশিল্প নিয়ে বার্তা! 'হারানো সুর' থিমে নজর কাড়ছে স্বরবর্ণের কালীপুজো, এক ক্লিকেই দেখুন প্যান্ডেল
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Kali Puja 2025: পুজো কমিটির ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে পুজো মণ্ডপে কৃষ্ণকালী রূপে শ্যামা মাকে তুলে ধরা হয়েছে। মাটির তৈরি সামগ্রীর পাশাপাশি বিভিন্ন নকশা এঁকে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ।
ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ ডায়মন্ড হারবারে কালীপুজোর থিম ‘হারানো সুর’ আকৃষ্ট করছে দর্শনার্থীদের। স্টেশন বাজারের এই পুজো এর আগেও থিমের চমক দিয়েছে। এবারও ব্যতিক্রম হয়নি। প্রযুক্তির যুগে আজ বিপন্নতার পথে বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। হারিয়ে গিয়েছে মৃৎশিল্পের সুর। মৃৎশিল্প তথা কুমোর শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই ভাবনা। বাঁশ, কাঠ, কাগজ ও কাপড় দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ।
স্বরবর্ণ পুজো কমিটির ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে পুজো মণ্ডপে কৃষ্ণকালী রূপে শ্যামা মাকে তুলে ধরা হয়েছে। মাটির তৈরি সামগ্রীর পাশাপাশি বিভিন্ন নকশা এঁকে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ।
আরও পড়ুনঃ কালী পুজোতে উত্তরের সঙ্গে দক্ষিণের টক্কর, উপচে পড়া ভিড়
ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক শামিম আহমেদের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়েছে। পুজোর উদ্বোধন করেছেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে ও মহকুমা শাসক অঞ্জন ঘোষ। উপস্থিত ছিলেন বিধায়ক পান্নালাল হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
advertisement
advertisement
এই নিয়ে পুজো উদ্যোক্তা তথা ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক শামিম আহমেদ জানান, “এই বছর স্বরবর্ণের পুজো দ্বিতীয় বছরে পড়েছে। মৃৎশিল্পীদের প্রতি সম্মান জানাতে এই থিম বাছা হয়েছে। এই পেশা হারিয়ে যেতে বসেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় মাটির তৈরি জিনিসপত্রের ব্যবহার কমেছে। ফলে পুরনো পরম্পরাগুলি মানুষজনকে মনে করিয়ে দেওয়ার জন্য মণ্ডপের মধ্যে মাটির কাজের বিভিন্ন জিনিসপত্র তুলে ধরা হয়েছে। মৃৎশিল্পীরা আবার জেগে উঠুক, তাঁরা কাজ পাক।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পুজো নিয়ে সাধারণ মানুষজনের মধ্যে উৎসাহ তুঙ্গে। ইতিমধ্যে এই পুজো দেখতে ভিড় করছেন অনেকেই। পুজো উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজনও করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
October 21, 2025 3:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: পুজো মণ্ডপে মৃৎশিল্প নিয়ে বার্তা! 'হারানো সুর' থিমে নজর কাড়ছে স্বরবর্ণের কালীপুজো, এক ক্লিকেই দেখুন প্যান্ডেল