Crime News: মোবাইলে ভিডিও দেখিয়ে ফুসলিয়ে অপহরণের চেষ্টা দুই শিশুকে! তীব্র আতঙ্ক

Last Updated:

Crime News: কথার মাঝেই দুই শিশুকে মোবাইলে ভিডিয়ো দেখিয়ে ফুসলিয়ে অপহরণের ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। উত্তেজিত কয়েকশো গ্রামবাসী একত্রিত হয়ে নাজিরপুর এলাকায় পুলিশকে ঘেরাও করে।

দুই শিশু অপহরণের চেষ্টা
দুই শিশু অপহরণের চেষ্টা
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: ছেলেধরা আতঙ্কে শোরগোল বালুরঘাটে। দুই শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ। তবে, কয়েকঘণ্টার মধ্যেই অভিযুক্ত যুবক সুমন মাহাতকে ধরে ফেলে পুলিশ। অন্যদিকে দুই শিশুকে অপহরণের ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। উত্তেজিত কয়েকশো গ্রামবাসী একত্রিত হয়ে নাজিরপুর এলাকায় পুলিশকে ঘেরাও করে।
পুলিশ সূত্রে খবর, বালুরঘাটের কুণ্ডু কলোনি এলাকার বাসিন্দা সুমন মাহাত মোটরবাইক নিয়ে বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পতিরামের বয়রাকুড়ি এলাকায় যায়। সেই সময়ে রাস্তায় ছাগল চড়াচ্ছিল তিনটি আদিবাসী শিশু। অভিযোগ, যুবকটি প্রথমে শিশুদের সঙ্গে কথা বলতে শুরু করে। কথার মাঝেই মোবাইলে ভিডিয়ো দেখিয়ে ফুসলিয়ে দুই শিশুকে বাইকে বসায়। কিছুক্ষণের মধ্যেই তাঁরা উধাও হয়ে গেলে তীব্র আতঙ্ক ছড়ায় গোটা গ্রামে। একইসঙ্গে এই ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি এলাকায় ছুটে যায় ডিএসপি সদর বিক্রম প্রসাদ এবং পতিরাম থানার ওসি সৎকার সাংবোর নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী। পুলিশের তৎপরতায় নাজিরপুর এলাকা থেকে উদ্ধার করা হয় ওই দুই শিশুকে। আটক করা হয় অভিযুক্ত যুবককেও।
advertisement
advertisement
ডিএসপি সদর বিক্রম প্রসাদ বলেন, “আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অপহরণের স্পষ্ট প্রমাণ এখনও মেলেনি, তবে জিজ্ঞাসাবাদ চলছে।”
ঘটনার খবর পতিরাম থানার পুলিশের কাছে পৌঁছতেই জেলাজুড়ে শুরু হয় পুলিশের নাকা চেকিং। ঘটনার খবর চাউর হতেই উত্তেজিত কয়েকশো গ্রামবাসী একত্রিত হয়ে নাজিরপুর এলাকায় পুলিশকে ঘেরাও করে। তাদের দাবি, অভিযুক্ত ওই যুবককে গ্রামবাসীদের হাতে তুলে দিতে হবে। যদিও সেই পরিস্থিতি সামাল দিয়ে গ্রামবাসীদের শান্ত করেন ডিএসপি সদর বিক্রম প্রসাদ।গণপ্রহারের হাত থেকে যুবককে বাঁচিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। দুই শিশুর মেডিক্যাল টেস্ট-এর পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পতিরাম থানার পুলিশ। শিশু দু’টিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: মোবাইলে ভিডিও দেখিয়ে ফুসলিয়ে অপহরণের চেষ্টা দুই শিশুকে! তীব্র আতঙ্ক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement