Mograhat Twin Murder: সিভিক ভলেন্টিয়ার সহ দু' জনকে খুন, জনরোষে পর পর গাড়িতে আগুন! মগরাহাটে তুলকালাম

Last Updated:

রাস্তা অবরোধ করে পর পর গাড়ি ভাঙচুর করতে শুরু করে উত্তেজিত জনতা৷ বেশ কয়েকটি গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়৷

পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী৷
পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী৷
#ডায়মন্ড হারবার: এক সিভিক ভলেন্টিয়ার ও এক যুবকের খুনের ঘটনায় তুলকালাম দক্ষিণ চব্বিশ পরগণার মগরাহাটে৷ পরের পর গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী৷ নিহতদের নাম বরুণ চক্রবর্তী ও মলয় আদক৷
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই দু' জনকে খুন করা হয়েছে৷ এ দিন সকালে মগরাহাটের শেরপুরের একটি কারখানার ভিতর থেকে ওই দু' জনের দেহ উদ্ধার হয়৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দু' জনকেই গলা কেটে ও গুলি করে হত্যা করা হয়েছে৷ এ দিন সকালে দু' জনের দেহ উদ্ধারের পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷
advertisement
advertisement
রাস্তা অবরোধ করে পর পর গাড়ি ভাঙচুর করতে শুরু করে উত্তেজিত জনতা৷ বেশ কয়েকটি গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল৷ উত্তেজিত জনতাকে শান্ত করার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণ করে পুলিশ ও দমকলকর্মীরা৷
advertisement
ঘটনাস্থলে পৌঁছন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের এসডিপিও৷ পুলিশ জানিয়েছে, যার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে জানে আলম মোল্লা নামে সেই ব্যক্তি ইমারতি দ্রব্য সরবরাহের নামে অনেকের থেকেই টাকা নিয়েছিল৷ যে দু' জন খুন হয়েছে, তাঁরাও ওই অভিযুক্তের থেকে অনেক দিন ধরে টাকা পেতেন৷
advertisement
টাকা ফেরত পাওয়ার জন্য বার বারই জানে আলমকে তাগাদা দিচ্ছিলেন বরুণ ও মলয়৷ সেই বিবাদের জেরেই এই খুন বলে মনে করছে পুলিশ৷ এ দিন সকালে টাকা আদায়ের জন্যই ওই কারখানায় যান বরুণ ও মলয় নামে দু' জন৷ তার পরই এই ঘটনা ঘটে৷ অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷
Anisuddin Mollah
advertisement
Arpan Mondal
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mograhat Twin Murder: সিভিক ভলেন্টিয়ার সহ দু' জনকে খুন, জনরোষে পর পর গাড়িতে আগুন! মগরাহাটে তুলকালাম
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement