Mograhat Twin Murder: সিভিক ভলেন্টিয়ার সহ দু' জনকে খুন, জনরোষে পর পর গাড়িতে আগুন! মগরাহাটে তুলকালাম

Last Updated:

রাস্তা অবরোধ করে পর পর গাড়ি ভাঙচুর করতে শুরু করে উত্তেজিত জনতা৷ বেশ কয়েকটি গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়৷

পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী৷
পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী৷
#ডায়মন্ড হারবার: এক সিভিক ভলেন্টিয়ার ও এক যুবকের খুনের ঘটনায় তুলকালাম দক্ষিণ চব্বিশ পরগণার মগরাহাটে৷ পরের পর গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী৷ নিহতদের নাম বরুণ চক্রবর্তী ও মলয় আদক৷
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই দু' জনকে খুন করা হয়েছে৷ এ দিন সকালে মগরাহাটের শেরপুরের একটি কারখানার ভিতর থেকে ওই দু' জনের দেহ উদ্ধার হয়৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দু' জনকেই গলা কেটে ও গুলি করে হত্যা করা হয়েছে৷ এ দিন সকালে দু' জনের দেহ উদ্ধারের পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷
advertisement
advertisement
রাস্তা অবরোধ করে পর পর গাড়ি ভাঙচুর করতে শুরু করে উত্তেজিত জনতা৷ বেশ কয়েকটি গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল৷ উত্তেজিত জনতাকে শান্ত করার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণ করে পুলিশ ও দমকলকর্মীরা৷
advertisement
ঘটনাস্থলে পৌঁছন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের এসডিপিও৷ পুলিশ জানিয়েছে, যার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে জানে আলম মোল্লা নামে সেই ব্যক্তি ইমারতি দ্রব্য সরবরাহের নামে অনেকের থেকেই টাকা নিয়েছিল৷ যে দু' জন খুন হয়েছে, তাঁরাও ওই অভিযুক্তের থেকে অনেক দিন ধরে টাকা পেতেন৷
advertisement
টাকা ফেরত পাওয়ার জন্য বার বারই জানে আলমকে তাগাদা দিচ্ছিলেন বরুণ ও মলয়৷ সেই বিবাদের জেরেই এই খুন বলে মনে করছে পুলিশ৷ এ দিন সকালে টাকা আদায়ের জন্যই ওই কারখানায় যান বরুণ ও মলয় নামে দু' জন৷ তার পরই এই ঘটনা ঘটে৷ অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷
Anisuddin Mollah
advertisement
Arpan Mondal
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mograhat Twin Murder: সিভিক ভলেন্টিয়ার সহ দু' জনকে খুন, জনরোষে পর পর গাড়িতে আগুন! মগরাহাটে তুলকালাম
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement