Rampurhat Update: বগটুই-কাণ্ডে এবার বড় ধাক্কা CBI-এর, অভিযুক্তদের পলিগ্রাফ টেস্টে 'না' আদালতের

Last Updated:

Rampurhat Update: বগটুই ঘটনায় এবার সিবিআইকে অভিযুক্তদের পলিগ্রাফ টেস্ট-এর অনুমতি দিল না আদালত।

বগটুই-কাণ্ডে সিবিআই
বগটুই-কাণ্ডে সিবিআই
#রামপুরহাট : বগটুই ঘটনায় এবার অভিযুক্তদের পলিগ্রাফ টেস্ট-এর অনুমতি দিল না আদালত (Rampurhat Update)। ফলত এই মামলায় কার্যত খানিকটা ধাক্কা খেল সিবিআই (CBI)। ঠিকমত আইনি ব্যবস্থা না নেওয়ার ফলেই এই ধাক্কা এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের। আদালত জানিয়েছে, এক্ষেত্রে অভিযুক্তদের কারও আপত্তি থাকলে আর করা যাবে না এই পরীক্ষা।
শুক্রবার সিবিআই-এর (CBI In Bogtui) তরফ থেকে আবেদন জানানো হয় তারা আনারুল হোসেন সহ সাত জনের পলিগ্রাফ টেস্ট করাতে চায়। কারণ হিসেবে সিবিআই-এর পিটিশনে লেখা ছিল এই সাত জন সত্যি কথা বলছে না অর্থাৎ সিবিআইকে (Rampurhat Update) বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরপরে সিবিআই-এর এই আবেদনে ত্রুটি রয়েছে বলে দাবি করেন আনারুল হোসেনের আইনজীবী।
advertisement
advertisement
মামলায় আনারুলের আইনজীবীর তরফে বলা হয়, যার পলিগ্রাফ টেস্ট হবে তার অনুমতি নিতে হয়, কোথায় টেস্ট হবে তাও জানাতে হয়। সেইভাবে এক্ষেত্রে অভিযুক্তদের অনুমতি (Rampurhat Update) নেওয়া হয়নি বলে আদালতে জানান আইনজীবী। তারপরই অভিযুক্তরা পলিগ্রাফ টেস্টে রাজি কি না জানাতে বলে জানিয়ে দেয় আদালত।
advertisement
এদিন বগটুই-কাণ্ডে অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনের জামিনের আবেদন খারিজ করে দেয় রামপুরহাট আদালত। শুক্রবার আনারুল-সহ সাত জনের জামিনের আবেদন খারিজ করা হয় এই মামলায়।
শুক্রবার আদালতে আনারুলের হয়ে মামলা লড়েছেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। তিনি আনারুলের জামিনের জন্য আবেদন করেন। কিন্তু সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর আনারুলের জামিনের আবেদন খারিজ করেন বিচারক। বন্দি হিসেবে তাঁর মক্কেলকে যাতে সমস্ত সুযোগসুবিধা পাইয়ে দেওয়া হয়, জামিনের আবেদন খারিজ হওয়ার পর বিচারকের কাছে এই আবেদনও করেছেন আনারুলের আইনজীবী।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rampurhat Update: বগটুই-কাণ্ডে এবার বড় ধাক্কা CBI-এর, অভিযুক্তদের পলিগ্রাফ টেস্টে 'না' আদালতের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement