Cardless Cash Withdrawal : ATM-এ টাকা তুলতে আর লাগবে না কার্ড! বিরাট ঘোষণা RBI-এর

Last Updated:

Cardless Cash Withdrawal: এবার সমস্ত ব্যাঙ্কের ATM-থেকেই কার্ডবিহীন নগদ টাকা তোলার সুবিধা পাওয়া যাবে UPI-এর মাধ্যমে। জানিয়ে দিল আরবিআই।

এটিএমে কার্ডলেস ক্যাশ! বড় সিদ্ধান্ত আরবিআই-এর
এটিএমে কার্ডলেস ক্যাশ! বড় সিদ্ধান্ত আরবিআই-এর
#নয়াদিল্লি: আর কার্ডের হয়রানি নয়। এবার কার্ড ছাড়াই টাকা তোলার ব্যবস্থার পদক্ষেপ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস শুক্রবার, ৮ এপ্রিল ঘোষণা করেন, RBI ভারতের সমস্ত ব্যাঙ্কের সমস্ত ATM-এ কার্ডবিহীন টাকা (Cardless Cash Withdrawal) তোলার সুবিধা উপলব্ধ করার প্রস্তাব দিয়েছে৷ উল্লেখ্য, তিন দিনের মনিটারি পলিসি কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলি আরবিআই গভর্নর ঘোষণা করেন এদিন। তিনি বলেন কাৰ্ডলেস ব্যবস্থার এই সুবিধাটি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই-এর মাধ্যমে উপলব্ধ করার প্রস্তাব করা হয়েছে।
“বর্তমানে এটিএম-এর মাধ্যমে কার্ডবিহীন নগদ তোলার (Cardless Cash Withdrawal) সুবিধা শুধুমাত্র কয়েকটি ব্যাঙ্কের মধ্যে সীমাবদ্ধ। এখন UPI ব্যবহার করে সমস্ত ব্যাঙ্ক এবং এটিএম নেটওয়ার্কগুলিতে কার্ডবিহীন টাকা তোলার সুবিধা উপলব্ধ করার প্রস্তাব করা হয়েছে,” আরবিআই প্রধান এমনটাই জানিয়েছেন এই সিদ্ধান্ত ঘোষণার সময়।
advertisement
advertisement
RBI গভর্নর এদিন বলেন, "লেনদেনের সহজলভ্যতা বাড়ানোর পাশাপাশি, এই ধরনের লেনদেনের জন্য প্রকৃত কার্ডের প্রয়োজনের অনুপস্থিতি কার্ড স্কিমিং, কার্ড ক্লোনিং ইত্যাদির মতো জালিয়াতি প্রতিরোধ করতে সাহায্য করবে" (Cardless Cash Withdrawal)।
অন্যদিকে, ফের এক বার রেপো রেট এবং রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। সেই সঙ্গে পূর্বাভাস দিয়ে কেন্দ্রীয় ব্যাঙ্ক (Reserve Bank Of India) জানিয়েছে, ২০২২-’২৩ অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধি হতে পারে ৭.২ শতাংশ।
advertisement
মনিটারি পলিসি কমিটি বা আর্থিক নীতি নির্ধারণ কমিটি (MPC)-র বৈঠকের পর শুক্রবার গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন, রেপো রেট রয়েছে ৪ শতাংশে। অন্য দিকে, রিভার্স রেপো রেট রয়েছে ৩.৩৫ শতাংশে। এই নিয়ে একাদশতম বার এই দুই মূল হার অপরিবর্তিত রইল। রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, সেই হারকে বলা হয়ে রেপো রেট। রিভার্স রেপো রেট হল যে হারে ব্যাঙ্কগুলির কাছ থেকে রিজার্ভ ব্যাঙ্ক ধার নেয়।
advertisement
আরবিআই সুদের হার অপরিবর্তিত রাখায় গৃহঋণের উপর প্রভাব পড়তে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। তাদের মতে, আরবিআই স্থিতাবস্থা বজায় রাখায়, ব্যাঙ্কগুলি সম্ভবত এখনই ঋণের সুদের হার বাড়াবে না।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cardless Cash Withdrawal : ATM-এ টাকা তুলতে আর লাগবে না কার্ড! বিরাট ঘোষণা RBI-এর
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement