Bengaluru Bomb Threat: 'অত্যন্ত শক্তিশালী বোমা রাখা আছে...': হুমকি ইমেলে মুহূর্তে খালি বেঙ্গালুরুর ৬টি স্কুল!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
ইমেল মারফত ছয়-ছয়টি স্কুলে অত্যন্ত শক্তিশালী বোমা লুকিয়ে রাখার হুমকি দেওয়া হয়েছে। অবশ্য বিষয়টি জানামাত্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে বেঙ্গালুরু পুলিশ।
#বেঙ্গালুরু: বেঙ্গালুরুর (Bengaluru) একাধিক স্কুলে ( Bengaluru Bomb Scare In School) ছড়াল ভয়াবহ বোমাতঙ্ক। সংবাদ সংস্থা ANI সূত্রে জানা গিয়েছে, ইমেল মারফত ছয়-ছয়টি স্কুলে অত্যন্ত শক্তিশালী বোমা লুকিয়ে রাখার হুমকি দেওয়া হয়েছে। অবশ্য বিষয়টি জানামাত্র (Bengaluru Bomb Threat) অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে বেঙ্গালুরু পুলিশ। অতি দ্রুত পদক্ষেপ নিয়েছে তাঁরা। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পান্থ জানিয়েছেন, হুমকি মেল পাওয়া প্রতিটি স্কুলে পুলিশ এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যদের পাঠানো হয়েছে। তাঁরা বোমার খোঁজ চালাচ্ছেন।
"স্কুলে অত্যন্ত শক্তিশালী বোমা লাগানো হয়েছে" - শুক্রবার সকাল সকাল এই হুমকি ইমেল পেয়েছিল বেঙ্গালুরুর ছয়টি নামকরা স্কুল। এরপরেই পুলিশ তদন্তে নেমে স্কুলগুলি (Bengaluru Bomb Threat) রাতারাতি ফাঁকা করে দেওয়ার কাজ শুরু করে এবং বোম্ব স্কোয়াডকে ডাকা হয় অবিলম্বে। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পান্ত নিউজ 18 কে জানিয়েছেন, এটি একটি প্রতারণা ( Bengaluru Bomb Scare In School) কিনা তা নির্ধারণ করতে তারা বিশদ তদন্ত চালাচ্ছেন।
advertisement
#UPDATE | Karnataka: As of now, bomb threat mail has been received by schools. Local jurisdictional police searching/checking the spot. Bomb checking squad is also on spot. Mail has been received, and our personnel will check it: Kamal Pant, Commissioner of Police Bengaluru City pic.twitter.com/yMm6PfXEcp
— ANI (@ANI) April 8, 2022
advertisement
advertisement
যে ছয়টি স্কুল বোমাতঙ্কে খালি করা হয়েছে সেগুলি হল - দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) ব্যাঙ্গালোর ইস্ট, গোপালান ইন্টারন্যাশনাল, নিউ একাডেমি স্কুল, সেন্ট ভিনসেন্ট পল স্কুল, ইন্ডিয়ান পাবলিক স্কুল এবং বেঙ্গালুরু গ্রামীণ সীমার ইবেনেজার ইন্টারন্যাশনাল স্কুল - সকাল ১০.১৫ থেকে সকাল ১১ টার মধ্যে একই বিষয়বস্তু-সহ ইমেল পেয়েছে এই সবকয়টি শিক্ষা প্রতিষ্ঠান।
advertisement
ইমেলগুলি, যার একটি অনুলিপি ( Bengaluru Bomb Scare In School) নিউজ 18-এর কাছে রয়েছে, এতে লেখা রয়েছে: "আপনার স্কুলে একটি খুব শক্তিশালী বোমা লাগানো হয়েছে, এটি কোনও রসিকতা নয়, একটি খুব শক্তিশালী বোমা (Bengaluru Bomb Threat) আপনার বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে, অবিলম্বে পুলিশ এবং স্যাপারদের ডাকুন, আপনার ও আরও শত শত জীবন ক্ষতিগ্রস্থ হতে পারে এর ফলে, দেরি করবেন না, এখন সবকিছু আপনার হাতে!"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2022 3:26 PM IST