TMC Councillor viral video: SSC-র অযোগ্য প্রার্থীর তালিকা নিয়ে মুখ খুলে কান ধরে ওঠবস দলের কাউন্সিলরের! কী বলল তৃণমূল?

Last Updated:

TMC Councillor viral video: সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ১৮০৬ জন অযোগ্য চাকরি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় পূর্ব মেদিনীপুর জেলারও একাধিক প্রার্থীর নাম উঠে এসেছে। সেই নিয়ে মুখ খুলে ওঠবস করলেন তৃণমূল কাউন্সিলর!

+
পার্থসারথি

পার্থসারথি মাইতি

তমলুক, সৈকত শী: সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ১৮০৬ জন অযোগ্য চাকরি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় পূর্ব মেদিনীপুর জেলারও একাধিক প্রার্থীর নাম উঠে এসেছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই ফের শোরগোল রাজনীতির ময়দানে। তৃণমূল বরাবরই এই ইস্যুতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হলেও, জেলার তৃণমূল নেতাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সোশ্যাল মিডিয়ার মঞ্চে কান ধরে ওঠবস করলেন যুব তৃণমূলের রাজ্য সহ-সভাপতি ও তমলুক পৌরসভার কাউন্সিলর পার্থসারথি মাইতি।
সোমবার দুপুরে ফেসবুকে পোস্ট করা তাঁর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় কান ধরে ওঠবস করতে করতে তিনি বলছেন, “আমি এই কান ধরে ওঠবস করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় যে সমস্ত নেতৃত্ব টাকা নেওয়ার পরে মুখ খুলছে না এবং শুভেন্দু যে বড় বড় ভাষণ দিচ্ছেন তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্বের মুখ না খোলা। তাদের হয়ে মানুষের কাছে আমি কান ধরে উঠবস করছি”। তাঁর এই বক্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই অস্বস্তি ছড়িয়েছে জেলা তৃণমূল নেতৃত্বের মধ্যে। দলের ভেতরেই শোরগোল শুরু হয়েছে।
advertisement
advertisement
এর আগেও পার্থসারথি একাধিক ইস্যুতে প্রকাশ্যে ক্ষোভ দেখিয়েছেন। কয়েকদিন আগে তমলুকের বিভিন্ন নার্সিংহোম কর্তৃপক্ষের পৌরসভায় কর বকেয়া নিয়ে সরব হয়েছিলেন তিনি। তখনও সোশ্যাল মিডিয়ায় কান ধরে পোস্ট করে ক্ষমা চেয়েছিলেন ‘সত্যি কথা’ বলার জন্য। ফলে বারবার তাঁর এমন অবস্থান ঘিরে অস্বস্তিতে পড়ছেন জেলা তৃণমূলের নেতারা।
advertisement
নিজের অবস্থান পরিষ্কার করে পার্থসারথি মাইতি বলেন, “আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় যা দুর্নীতি হয়েছে সেটা শুভেন্দু অধিকারী করেছে। আমরা দেখতে পেয়েছি যে লিস্ট বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরে অনেকে রয়েছে। আমাদের অনেক নেতৃত্ব সেই সময় শুভেন্দু বাবুর সঙ্গে যোগাযোগ ছিল এবং প্রত্যক্ষভাবে যোগাযোগ ছিল এবং তারা অনেকেই দুর্নীতিতে লিপ্ত। কিন্তু দেখতে পাচ্ছি যে একবারই সবাই চুপচাপ রয়েছে”।
advertisement
পৌরপিতা পার্থসারথি মাইতির মন্তব্য প্রসঙ্গে এবার মুখ খুললেন তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়। তিনি বলেন, “নিজের টিআরপি বাড়াতেই পার্থসারথি মাইতি সমাজমাধ্যমে এই সব কথা বলছেন। তৃণমূল ডিসিপ্লিন দল। সেই দলের একজন নেতা হয়ে এভাবে সমাজমাধ্যমে নিজের বক্তব্য বলা যায় না।”
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Councillor viral video: SSC-র অযোগ্য প্রার্থীর তালিকা নিয়ে মুখ খুলে কান ধরে ওঠবস দলের কাউন্সিলরের! কী বলল তৃণমূল?
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement