Indian Railways: ভিতর থেকে বন্ধ ট্রেনের টয়লেটের দরজা, ভাঙতেই দেখা গেল জানলায় বেল্ট বাঁধা, দৃশ্য দেখেই ভয়ে কাঁটা সকলে
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Indian Railways: ভুবনেশ্বর স্টেশনে থামার পরেই ভয়ঙ্কর দৃশ্য ভুবনেশ্বর-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেসে। টয়লেট থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, টয়লেটের জানালা থেকে বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই দেহটি।
ভুবনেশ্বর স্টেশনে থামার পরেই ভয়ঙ্কর দৃশ্য ভুবনেশ্বর-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেসে। টয়লেট থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, টয়লেটের জানালা থেকে বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই দেহটি, ট্রেনটি শুক্রবার রাতে তিরুপতি থেকে আসার পরেই দেহটি আবিস্কার করা হয়।
advertisement
শনিবার সকালে, ভুবনেশ্বর-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেসের ঘটনা। ট্রেনটি ছাড়ার আগে টয়লেটে হঠাৎ ঝুলন্ত দেহ দেখতে পান সাফাইকর্মীরা। পকেটে পাওয়া প্যান কার্ড থেকে মৃত ব্যক্তিকে শনাক্ত করা হয়, মৃতের নাম মোহাম্মদ নাসিম, বয়স ৪১।
advertisement
রেল পুলিশের ইন্সপেক্টর অশোক কুমার গোচায়াতের নেতৃত্বে একটি দল ঘটনার তদন্ত শুরু করেছে। "প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে," গোচায়াত বলেন, "যদিও মৃত্যুর পরিস্থিতি অস্বাভাবিক বলে মনে হচ্ছে। ট্রেনের টয়লেটে বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া মৃতদেহটি দেখে মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন রয়েছে, তদন্ত করে জানা যাবে ঘটনার কারণ।
advertisement
তবে স্টেশনে দেহ উদ্ধারের পরেই স্টেশনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তদন্তকারীরা টয়লেট পরীক্ষা করেছে, কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হল খতিয়ে দেখা হচ্ছে।
advertisement