Success Story: টাকার অভাবে হয়নি কলেজে পড়া, তবে হয়েছেন অন্য ক্ষেত্রে সফল! অনুপ্রেরণার আরেক নাম যেন নন্দকুমারের পঞ্চানন

Last Updated:

করোনা কালে উচ্চ মাধ্যমিক পাশ করে। টাকা পয়সার অভাবে আর কলেজে ভর্তি হওয়া হয় না। প্রথমে বাবার সঙ্গে মাটির প্রতিমা গড়ার কাজে হাত দেয়। কিন্তু তাতে মন সায় দিচ্ছিল না।

+
পঞ্চানন

পঞ্চানন ভূঁইয়া

নন্দকুমার, সৈকত শী: ছোট থেকেই ছবি আঁকার প্রতি বাড়তি ঝোঁক। বর্তমানে মাইক্রো আর্টিস্ট হিসেবে পরিচিতি লাভ করেছে। চাল, নুড়ি, পাথর ও ট্যাবলেটে অনায়াস দক্ষতায় ফুটিয়ে তোলে তার শিল্পকর্ম। টাকার অভাবে উচ্চমাধ্যমিকের পর পড়াশোনা হয়নি। ছবি আঁকার মাধ্যমেই সফল হওয়ার রাস্তা খুঁজে পেয়েছেন জেলার এক যুবক। নন্দকুমার ব্লকের কোলসর গ্রামের পঞ্চানন ভূঁইয়া। ছোটবেলা থেকেই ছবি আকার ঝোঁক থাকলেও সেভাবে ছবি আঁকা শেখেনি। কিন্তু বর্তমানে তিনি মাইক্রো আর্টিস্ট হিসাবে পরিচিতি লাভ করেছে। ক্যানভাস না! ট্যাবলেট, চাল, নুড়ি-পাথরে ফুটিয়ে তুলছে শিল্প প্রতিভা।
বর্তমানে চাল, নুড়ি পাথর, ট্যাবলেট ওষুধ-সহ বিভিন্ন ছোট ছোট জায়গায় ছবি এঁকে চলছেন তিনি। ওষুধের পিলে পুলওয়ামার হত্যাকাণ্ড থেকে শুরু করে অপারেশন সিন্দুর-সহ দিল্লির লালকেল্লা ভারতের প্রধানমন্ত্রী, স্বামী বিবেকানন্দ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ থেকে মা সারদা বিভিন্ন মনীষীদের প্রতিকৃতি ফুটে উঠেছে চাল, নুড়ি ও পাথরে। বর্তমানে এই মাইক্রো আর্টিস্ট হিসাবে তিনি জনপ্রিয়তা লাভ করেছেন। তাঁর কথায়, “ছোট বয়স থেকেই ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল। কিন্তু সেভাবে কোথাও ছবি আঁকা শেখা হয়নি। উচ্চ মাধ্যমিকের পর আর্থিক কারণে পড়াশোনা আর এগোয়নি। তখন আবার নতুন করে ছবি আঁকার প্রতি আকৃষ্ট হই। বর্তমানে এই ছবি আঁকা আমাকে পরিচিতি দিয়েছে।”
advertisement
advertisement
মাইক্রো আর্টিস্ট, মূলত এই ধরনের শিল্পীরা বড় ক্যানভাস নয় তাদের শিল্পকর্ম ফুটিয়ে তোলে ছোট ছোট নুড়ি পাথর, চাল, ধান, চক ও চিকিৎসার জন্য খাওয়া ট্যাবলেট ওষুধে। সেরকমই একজন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের পঞ্চানন ভূঁইয়া। বয়স মাত্র ২২ বছর। করোনা কালে উচ্চ মাধ্যমিক পাশ করে। টাকা পয়সার অভাবে আর কলেজে ভর্তি হওয়া হয় না। প্রথমে বাবার সঙ্গে মাটির প্রতিমা গড়ার কাজে হাত দেয়। কিন্তু তাতে মন সায় দিচ্ছিল না। মন পড়েছিল ছবি আঁকায়। ফলে ছোটবেলায় নিজের ছবি আঁকার ঝোঁককে নতুন করে আঁকড়ে ধরে। তবে তিনি ক্যানভাসে ছবি আঁকা থেকে সরে এসে শুরু করেন চাল বোতলের ছিপি নানা ধরনের ছোট ছোট জিনিসপত্রে ছবি আঁকা। আর তাতেই তিনি সফল হয়েছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দিল্লির লালকেল্লা সামনে বিস্ফোরণের পরে ওষুধের পেলে এঁকে ফলেছেন লালকেল্লার প্রতিকৃতি। পঞ্চানন ভূঁইয়া ছবি আঁকার পাশাপাশি এই শিল্প স্বত্বা দিয়েই তিনি রোজকারের পথ খুঁজে পেয়েছেন। কথায় আছে শিল্প প্রতিভা কখনও চাপা পড়ে থাকে না, এক সময় প্রায় তা প্রকাশ পায়। মাইক্রো আর্টিস্ট হিসাবে সফল হওয়া পঞ্চানন ভূঁইয়া কাছে যেন সেই কথাটাই সত্যি হয়ে দাঁড়িয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Success Story: টাকার অভাবে হয়নি কলেজে পড়া, তবে হয়েছেন অন্য ক্ষেত্রে সফল! অনুপ্রেরণার আরেক নাম যেন নন্দকুমারের পঞ্চানন
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement