Big Boss Elephant : বিকেলে হলেই জাতীয় সড়কে হাজির ‘বিগ বস’! ২০ বছরের দাঁতালকে দেখতে হুমড়ি খেয়ে পড়ছে পর্যটকরা
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Big Boss Elephant : অনুরাগীদের দেখা দিতেই রোজ বিকেলে জাতীয় সড়কে হাজির হয় বিগ বস। বেশ কিছুক্ষণ করে মানুষের কাছাকাছি থাকতে হাতিটি।
আলিপুরদুয়ার, অনন্যা দে: অনুরাগীদের দেখা দিতেই রোজ বিকেলে জাতীয় সড়কে হাজির হয় সে। তাকে দেখতে রাস্তায় জমে যায় ভিড়। কখনও ১০ মিনিট, আবার কখনও ২০ মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকছে বিগ বস এই ‘বিগ বস’ হল বক্সা জঙ্গলের একটি দাঁতাল হাতি। যার বয়স ২০ বছর।
এই বিশালকারের হাতিটি জেলার সবচাইতে বড় হাতি বলে চেনেন জেলাবাসিরা। সহজে এই হাতির দেখা মেলেনা। এই হাতির নাম জেলাবাসিরা দিয়েছে বিগ বস। রাজার মতোই চালচলন তার। আগে খুব কম দেখা যেত তাকে। বর্তমানে প্রতি বিকেলেই পোরো এলাকার জাতীয় সড়কে বেরিয়ে আসে সে।
আরও পড়ুন : প্রচুর টাকার ক্ষতি, গঙ্গাসাগরে টন টন শুটকি পুড়ে ছাই! আগুনে ধ্বংস পুরো গোডাউন, তদন্তে নেমেছে প্রশাসন
রাজার মতই দু’বার জাতীয় সড়ক দিয়ে ঘুরে কিছুটা সময় জঙ্গলে দাঁড়িয়ে আবার গভীর জঙ্গলে প্রবেশ করে সে। বিগ বস রোজ দেখা দিচ্ছে শুনে জাতীয় সড়কে ভিড় জমান বেশি উৎসাহীরা। তবে পর্যটকদের কাছে উপরি পাওনা এই দাঁতাল হাতিটি। জাতীয় সড়কে মানুষের ভিড় দেখে মেজাজ বিগড়ে যায় না তাঁর।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বরং মানুষের প্রায় কাছাকাছি চলে যায় সে। তার ছবি তুলতে প্রতি বিকেলেই ব্যস্ত হয়ে পড়ছেন পর্যটক থেকে শুরু করে জেলাবাসীরা। যদিও ‘বিগ বস’ এলেই বনকর্মীরা তৎপর হয়ে ওঠেন। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেদিকেও কড়া নজর রয়েছে বন কর্মীদের। কিন্তু এসবের মাঝেও বিগ বসের দর্শন পেতে হাজির হচ্ছেন বহু মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Nov 13, 2025 3:27 PM IST








