Sania Mirza : 'ডিভোর্সের পর আমার...!' সানিয়া এতদিনে মুখ খুললেন বিবাহবিচ্ছেদ নিয়ে, বিয়ে ভাঙার খবরে যা হয়েছিল তাঁর...

Last Updated:
Sania Mirza On Divorce : সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ‘সার্ভিস ইট আপ উইথ সানিয়া’ নামে এক অনুষ্ঠান করছেন সানিয়া। বলিউডের কোরিয়োগ্রাফার ও তাঁর বন্ধু ফারাহকে প্রথম অতিথি হিসেবে আনলেন তিনি। আর প্রথম এপিসোডেই চলে এল সানিয়ার ডিভোর্স প্রসঙ্গ।
1/6
সানিয়া মির্জা এবং শোয়েব মালিক ২০১০ সালে হায়দরাবাদে বিয়ে করেছিলেন এবং ১৪ বছর ছিল তাঁদের বিবাহিত জীবন৷ সেই বিবাহিত জীবনে ইতি টেনেছেন দুজনে। শোয়েব আবার নিকাহ্ করেছেন। তবে সানিয়া এখন দুবাইতে থাকেন ছেলে ইজহানকে নিয়ে। সম্প্রতি তাঁর দ্বিতীয়বার বিয়ের খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সে খবর যে ভুয়ো, তা আর বলার অপেক্ষা রাখে না এখন।
সানিয়া মির্জা এবং শোয়েব মালিক ২০১০ সালে হায়দরাবাদে বিয়ে করেছিলেন এবং ১৪ বছর ছিল তাঁদের বিবাহিত জীবন৷ সেই বিবাহিত জীবনে ইতি টেনেছেন দুজনে। শোয়েব আবার নিকাহ্ করেছেন। তবে সানিয়া এখন দুবাইতে থাকেন ছেলে ইজহানকে নিয়ে। সম্প্রতি তাঁর দ্বিতীয়বার বিয়ের খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সে খবর যে ভুয়ো, তা আর বলার অপেক্ষা রাখে না এখন।
advertisement
2/6
২০২৪ সালের গোড়ার দিকে সানিয়া ও শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়। তার পর থেকে সানিয়া ছেলেকে নিয়ে থাকবেন বলেই প্রাথমিকভাবে জানান। তবে সম্প্রতি সানিয়া তাঁর ডিভোর্স নিয়ে অনেক কথাই বলেছেন। শোয়েবের সঙ্গে ডিভোর্স তাঁকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল বলেও জানান।
২০২৪ সালের গোড়ার দিকে সানিয়া ও শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়। তার পর থেকে সানিয়া ছেলেকে নিয়ে থাকবেন বলেই প্রাথমিকভাবে জানান। তবে সম্প্রতি সানিয়া তাঁর ডিভোর্স নিয়ে অনেক কথাই বলেছেন। শোয়েবের সঙ্গে ডিভোর্স তাঁকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল বলেও জানান।
advertisement
3/6
বিবাহবিচ্ছেদের পর প্রায় ২ বছর কেটে গিয়েছে। এখন সানিয়া বলছেন, ডিভোর্সের পর তাঁর জীবন অনেক কঠিন হয়েছে। এখন তিনি সিঙ্গল মাদার। তিনি এটাও জানান, জীবনের সব থেকে কঠিন সময়ে একজনকে পাশে পেয়েছিলেন। তিনি ফারাহ খান।
বিবাহবিচ্ছেদের পর প্রায় ২ বছর কেটে গিয়েছে। এখন সানিয়া বলছেন, ডিভোর্সের পর তাঁর জীবন অনেক কঠিন হয়েছে। এখন তিনি সিঙ্গল মাদার। তিনি এটাও জানান, জীবনের সব থেকে কঠিন সময়ে একজনকে পাশে পেয়েছিলেন। তিনি ফারাহ খান।
advertisement
4/6
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ‘সার্ভিস ইট আপ উইথ সানিয়া’ নামে এক অনুষ্ঠান করছেন সানিয়া। বলিউডের কোরিয়োগ্রাফার ও তাঁর বন্ধু ফারাহকে প্রথম অতিথি হিসেবে আনলেন তিনি। আর প্রথম এপিসোডেই চলে এল সানিয়ার ডিভোর্স প্রসঙ্গ।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ‘সার্ভিস ইট আপ উইথ সানিয়া’ নামে এক অনুষ্ঠান করছেন সানিয়া। বলিউডের কোরিয়োগ্রাফার ও তাঁর বন্ধু ফারাহকে প্রথম অতিথি হিসেবে আনলেন তিনি। আর প্রথম এপিসোডেই চলে এল সানিয়ার ডিভোর্স প্রসঙ্গ।
advertisement
5/6
সানিয়া বললেন, জীবনের সবচেয়ে অসহায় ও কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটা ছিল। অবসাদে ভুগেছি। সবটা ক্যামেরার সামনে বলতে চাই না। তোমার নিশ্চয়ই মনে আছে, তোমার একটা শোয়ে আমার যাওয়ার কথা ছিল সেদিন। কিন্তু আমি স্টুডিওয় পৌঁছনোর মতো অবস্থায় ছিলাম না। থরথর করে কাঁপছিলাম সেদিন। তুমি সেদিন আমাকে আনতে না এলে লাইভ শোয়ে যেতে পারতাম না। তার পর তুমি বললে, আমাকে শো-টা করতেই হবে। তুমি সেদিন সাহস দিয়েছিলে।
সানিয়া বললেন, জীবনের সবচেয়ে অসহায় ও কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটা ছিল। অবসাদে ভুগেছি। সবটা ক্যামেরার সামনে বলতে চাই না। তোমার নিশ্চয়ই মনে আছে, তোমার একটা শোয়ে আমার যাওয়ার কথা ছিল সেদিন। কিন্তু আমি স্টুডিওয় পৌঁছনোর মতো অবস্থায় ছিলাম না। থরথর করে কাঁপছিলাম সেদিন। তুমি সেদিন আমাকে আনতে না এলে লাইভ শোয়ে যেতে পারতাম না। তার পর তুমি বললে, আমাকে শো-টা করতেই হবে। তুমি সেদিন সাহস দিয়েছিলে।
advertisement
6/6
এর পর ফারহা বলেন, “আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাকে আগে কখনও এমন প্যানিক অ্যাটাকের অবস্থায় দেখিনি। ওই সময় তোমার পাশে থাকতে চেয়েছিলাম। সেদিন শুট ছিল। এখন তুমি অনেক পরিণত। এত কাজ সামলাচ্ছো, ছেলেকে দেখছো, ওকে সময় দিচ্ছো।”
এর পর ফারহা বলেন, “আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাকে আগে কখনও এমন প্যানিক অ্যাটাকের অবস্থায় দেখিনি। ওই সময় তোমার পাশে থাকতে চেয়েছিলাম। সেদিন শুট ছিল। এখন তুমি অনেক পরিণত। এত কাজ সামলাচ্ছো, ছেলেকে দেখছো, ওকে সময় দিচ্ছো।”
advertisement
advertisement
advertisement