২০১৯-এর পর বিজেপি, ’২১-এ ফের তৃণমূলে, রাজনীতিতে বর্ণময় চরিত্র অনুব্রতর ভাই সুমিত

Last Updated:

হাই কোর্টে আইনজীবী ফিরদৌস শামিমের মারাত্মক অভিযোগের পর অবশ্য পাল্টা জবাব দিয়েছেন তিনিও। অভিযোগ ওঠার পরেই সটান তিনি থানায় হাজির হন অভিযোগ দায়ের করতে।

ছবি - ইন্দ্রজিৎ রুজ
ছবি - ইন্দ্রজিৎ রুজ
#বোলপুর: হাইকোর্টে এসএসসি নিয়োগ নিয়ে মামলায় বুধবারই নাম উঠে এসেছে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের। তার সঙ্গে নাম এসেছে অনুব্রতর ভাই সুমিত মণ্ডলেরও। কে এই সুমিত মণ্ডল। তাঁর রাজনৈতিক পরিচয় ঘাঁটতেই উঠে এসেছে চমকপ্রদ তথ্য। অনুব্রতর দুরের আত্মীয় সুমিত আদতে ছিলেন কেষ্টর কাছে-কাছেই। তবে তিনিও শেষ কয়েকবছরে বদলে ছিলেন দল।
ইতিহাস ঘেঁটে দেখা গিয়েছে, ২০১৯ নির্বাচনের পরে অনেকের মতোই তিনি গিয়েছিলেন বিজেপিতে। বিজেপির হয়ে চুটিয়ে রাজনীতি করছিলেন। অর্থাৎ দাদা অনুব্রতর বিরুদ্ধে দাঁড়িয়েই রাজনীতির অঙ্গনে নিজের পরিচয় দৃঢ় করতে থাকেন তিনি। ক্রমে তাঁর রাজনৈতিক জীবনের পদোন্নতি হয়। তিনি বীরভূম জেলায় বিজেপির যুব মোর্চার পদাধিকারী হয়ে ওঠেন তিনি। কিন্তু বছর তিনেকের মধ্যেই সমীকরণ পাল্টে যায়। বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়ে রাজ্যে ক্ষমতায় ফেরে তৃণমূল। তার পরেই শুরু হয় ঘরওয়াপসি। বিজেপি-তে যোগদান করা অনেক তৃণমূল নেতাই ফের দলে ফেরেন। দলে ফেরেন সুমিতও। চন্দ্রনাথ সিনহার হাত ধরে তিনি ফিরে আসেন তৃণমূলে। তার পর থেকে তিনি তৃণমূলেরই ছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন: আজই অনুব্রতর মেয়ে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে জেরা! বোলপুরে যাচ্ছে সিবিআই
হাই কোর্টে আইনজীবী ফিরদৌস শামিমের মারাত্মক অভিযোগের পর অবশ্য পাল্টা জবাব দিয়েছেন তিনিও। অভিযোগ ওঠার পরেই সটান তিনি থানায় হাজির হন অভিযোগ দায়ের করতে। সেখানে তিনি দাবি করেন, টেট পাশ না করে তিনি চাকরি পেয়েছেন, এমন অভিযোগের কোনও সত্যতা নেই। তিনি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন একাধিক নথিপত্র। যদিও আদালতের বিষয়ে নতুন করে নাক গলাতে চায়নি পুলিশ। অভিযোগ জমা নিতে অস্বীকার করেন তাঁরা।
advertisement
আদলতের নির্দেশ মতো বৃহস্পতিবার সুমিতের হাজিরা দেওয়ার কথা আদালতে। অনুব্রত কন্যা সুকন্যাকেও হাজিরা দিতে বলেছে আদালত। মোট ৬ অনুব্রত ঘনিষ্ঠকে আদালতে নিয়োগের নথিপত্র নিয়ে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে আদালত।
ইন্দ্রজিৎ রুজ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২০১৯-এর পর বিজেপি, ’২১-এ ফের তৃণমূলে, রাজনীতিতে বর্ণময় চরিত্র অনুব্রতর ভাই সুমিত
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement