Anubrata Mondal|| বোলপুর পৌঁছেই তৎপর CBI, অনুব্রতর CA-কে জিজ্ঞাসাবাদ, তলব ২ ব্যাঙ্ক আধিকারিককে

Last Updated:

Anubrata Mondal Cow Smuggling Case Update: বোলপুর পৌঁছেই তৎপর সিবিআই। অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অর্থাৎ CA-কে তলব করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

#বোলপুর: বোলপুর পৌঁছেই তৎপর সিবিআই। অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অর্থাৎ CA-কে তলব করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ইতিমধ্যেই। আজ বুধবার কিছুক্ষণ আগেই শান্তিনিকেতনের পূর্বপল্লির গেষ্ট হাউসে পৌঁছন সিবিআই আধিকারিকরা। তলবের উত্তরে সেখানে পৌঁছন অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি। তারপরেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা।
সিবিআই সূত্রে খবর, সিএ-কে জিজ্ঞাসাবাদ থেকে মেলা তথ্যের ওপরে ভিত্তি করে ২ ব্যাঙ্ক আধিকারিককে তলব করা হয়েছে। CA-র বক্তব্যের সঙ্গে ব্যাঙ্কের নথি মিলিয়ে দেখা হবে। উল্লেখ্য, আজই বোলপুরের বাড়িতে গিয়ে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই৷
advertisement
advertisement
আরও পড়ুন: 'রাষ্ট্রবিরোধী কাজ করেছে পুলিশ', ডিজি-সহ রাজ্যের ৩ IPS-র বিরুদ্ধে আজ হাইকোর্টে শুভেন্দু
প্রসঙ্গত, এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের আয়ের উৎস খুঁজে বের করতে চাইছে সিবিআই৷ গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে অনুব্রত মেয়ের নামেও একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই৷ তার মধ্যে রয়েছে রাইস মিল, বেসরকারি সংস্থা৷ সুকন্যা মণ্ডল এই সম্পত্তি কীভাবে তৈরি করলেন, তার উৎস জানতে চায় সিবিআই৷ গোয়েন্দাদের অনুমান, বেনামে এই সমস্ত ব্যবসাতেও গরু পাচারের বেআইনি টাকাই বিনিয়োগ করা হয়েছে৷
advertisement
সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডল এখনও পর্যন্ত তদন্তে অসহযোগিতা করছেন না৷ জেরায় তিনি মুখও খুলছেন না৷ আগামী ২০ অগাস্ট ফের অনুব্রতকে আদালতে পেশ করা হবে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal|| বোলপুর পৌঁছেই তৎপর CBI, অনুব্রতর CA-কে জিজ্ঞাসাবাদ, তলব ২ ব্যাঙ্ক আধিকারিককে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement