Anubrata Mondal: আজই অনুব্রতর মেয়ে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে জেরা! বোলপুরে যাচ্ছে সিবিআই

Last Updated:

ইতিমধ্যেই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পেয়েছে সিবিআই৷

এবার সিবিআই জেরার মুখে অনুব্রতর মেয়ে সুকন্যা৷
এবার সিবিআই জেরার মুখে অনুব্রতর মেয়ে সুকন্যা৷
#কলকাতা: আজ, বুধবার সকালেই বোলপুরের বাড়িতে গিয়ে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জেরা করতে চলেছে সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর এমনই৷ শুধু অনুব্রতর কন্যা নয়, অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও আজ বোলপুরে গিয়ে জেরা করার কথা সিবিআই অফিসারদের৷
এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের আয়ের উৎস খুঁজে বের করতে চাইছে সিবিআই৷ গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে অনুব্রত মেয়ের নামেও একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই৷ তার মধ্যে রয়েছে রাইস মিল, বেসরকারি সংস্থা৷ সুকন্যা মণ্ডল এই সম্পত্তি কীভাবে তৈরি করলেন, তার উৎস জানতে চায় সিবিআই৷ গোয়েন্দাদের অনুমান, বেনামে এই সমস্ত ব্যবসাতেও গরু পাচারের বেআইনি টাকাই বিনিয়োগ করা হয়েছে৷
advertisement
advertisement
ইতিমধ্যেই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পেয়েছে সিবিআই৷ শুধু সায়গল নন, সিবিআই সূত্রে দাবি, তৃণমূল নেতার বাড়ির কর্মী, অন্যান্য দেহরক্ষী এবং আত্মীয়দের নামেও বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে৷ এই সমস্ত সম্পত্তি ক্রয়ের উৎস কী, তা খুঁজে বের করতে ওই সম্পত্তি যাঁদের নামে রয়েছে তাঁদের প্রত্যেককে জেরা করতে পারে সিবিআই৷
advertisement
অনুব্রত মণ্ডল এখনও পর্যন্ত সিবিআই-এর তদন্তে অসহযোগিতা করছেন বলেই খবর৷ জেরায় তিনি মুখও খুলছেন না বলে দাবি সিবিআই সূত্রের৷ আগামী ২০ অগাস্ট ফের অনুব্রতকে আদালতে পেশ করার কথা৷ অনুব্রতকে গ্রেফতার পর সিবিআই যদি তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না করতে পারে, সেক্ষেত্রে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জামিন পাওয়ার সম্ভাবনাও বাড়বে৷ তাই যে কোনও মূল্যে গরু পাচার কাণ্ডে আরও তথ্য হােত পেতে চান সিবিআই কর্তারা৷ তাই সুকন্যা মণ্ডলের নামেও এত সম্পত্তির আর্থিক উৎস কী, তাও জানতে চায় সিবিআই৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: আজই অনুব্রতর মেয়ে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে জেরা! বোলপুরে যাচ্ছে সিবিআই
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement