Rathayatra of Mahesh: মাহেশে এবার অনলাইনে দেওয়া যাবে পুজো, মিলবে ভোগ প্রসাদ

Last Updated:

Rathayatra of Mahesh: সংষ্কারের পরেই নয়া মন্দিরে পুজোর অনুষ্ঠান। 

মাহেশে এবার অনলাইনে দেওয়া যাবে পুজো, মিলবে ভোগ প্রসাদ
মাহেশে এবার অনলাইনে দেওয়া যাবে পুজো, মিলবে ভোগ প্রসাদ
আবীর ঘোষাল, কলকাতা: করোনা অতিমারি পর্বে গত দু’বছর বন্ধ ছিল রথযাত্রা। এ বার ফের চাকা গড়াবে হুগলির ঐতিহ্যবাহী মাহেশের রথের। ইতিমধ্যেই রথযাত্রার সময় নির্ঘণ্ট জানিয়ে দেওয়া হয়েছে মাহেশ জগন্নাথ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে। সকাল থেকেই তাই ভিড় মাহেশ জগন্নাথ মন্দিরে। ৬২৬ বছরে পড়ল মাহেশের রথযাত্রা। সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী এই রথযাত্রার সূচনা করেছিলেন। শোনা যায়, স্বপ্ন দেখে, গঙ্গায় ভেসে আসা নিমকাঠ দিয়ে তৈরি করা হয়েছিল জগন্নাথ দেবকে। সেই থেকেই চলে আসছে ঐতিহ্যবাহী মাহেশের রথ। বহু ইতিহাস জড়িয়ে রয়েছে এই রথযাত্রার সঙ্গে (Rathayatra of Mahesh)।
শ্রীচৈতন্যদেব রামকৃষ্ণ থেকে শুরু করে বহু মনীষী এসেছেন এখানে। বঙ্কিমচন্দ্রের ‘রাধারানী’ গল্পে মাহেশের রথের মেলার উল্লেখ আছে। ভারতের দ্বিতীয় প্রাচীন এই রথযাত্রা উৎসব। আজও আন্তর্জাতিক ক্ষেত্রে পুরীর পরেই নাম আছে মাহেশের। এত বছর পরেও আজও একই রকম ভাবে ভক্তদের উন্মাদনা দেখা যায়। রথযাত্রার সাক্ষী হতে হাজার হাজার মানুষ রাজপথে ভিড় জমান। যদিও করোনার কারণে গত দু’বছর বন্ধ ছিল এই রথযাত্রা।
advertisement
advertisement
রাজ্য সরকারের পর্যটন দফতরের পক্ষ থেকে মাহেশ জগন্নাথ মন্দিরের সংস্কার থেকে শুরু করে বেশ কিছু কাজ করা হয়েছে। মাহেশের জগন্নাথ দেবের মন্দির, রথকে ঘিরে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো কাজও চলছে। নাটমন্দির-সহ মন্দিরগুলি সংস্কার হয়েছে। ভোগের ঘর জগন্নাথ মন্দিরের কাছে তোরণ তৈরি করা হয়েছে। সরকারি টাকায় জগন্নাথ মন্দিরের সংস্কারের কাজ চলছে।
advertisement
অনলাইনে এবার দেওয়া যাবে পুজো। ভিডিও কলে দেখা যাবে বিগ্রহ। অনলাইনে দেওয়া যাবে ভোগ অর্ডার। ভোগের জন্য ২ থেকে ৫ হাজার টাকা খরচ করতে হবে। জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানিয়েছেন, ‘‘কেউ পুজো দেওয়ার জন্য অর্থ প্রদান করতে চাইলে অনলাইনে করতে পারেন। তাঁদের ভোগ কুরিয়ার করে দেওয়া হবে।’’ এ ছাড়া পুজো দিয়ে নিজেরাও ভোগ সংগ্রহ করতে পারবেন ভক্তরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rathayatra of Mahesh: মাহেশে এবার অনলাইনে দেওয়া যাবে পুজো, মিলবে ভোগ প্রসাদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement