Rath Yatra 2025: রথযাত্রার আগে বাজার গরম ছোট ছোট কাঠের রথের! দাম কত? ঠকতে না চাইলে আগেই দেখে নিন আসল দাম

Last Updated:

Rath Yatra 2025: জেলার বিভিন্ন কাঠের দোকানেও রথ তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। বাচ্চাদের বিভিন্ন মাপের এই রথ বিক্রি হচ্ছে রমরমিয়ে।

+
তৈরি

তৈরি হচ্ছে ছোট ছোট কাঠের রথ

মুর্শিদাবাদ: আগামী ২৭ জুন এবছর রথযাত্রা উৎসব আয়োজিত হচ্ছে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। রীতি অনুসারে জগন্নাথ দেব রথে চড়ে যাবেন মাসির বাড়ি। রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে বিভিন্ন মন্দির। উৎসব উপলক্ষে ছোটোরাও মেতে ওঠে রথ টানার আনন্দে।
বর্তমানে জোর কদমে চলছে বিভিন্ন কাঠের দোকানে রথ তৈরির প্রস্তুতি। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কাঠের দোকানেও রথ তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। বাচ্চাদের বিভিন্ন মাপের এই রথ বিক্রি হচ্ছে ৫০০ টাকা থেকে শুরু করে ৯০০ টাকা দামে।
advertisement
advertisement
দোকান ব্যবসায়ী থেকে মিস্ত্রি সকলেই শেষ মুহূর্তে জোর কদমে কাজ করে চলেছেন এই রথ তৈরির জন্য। দাম বাড়লেও পরিবারের ছোট্ট সন্তানের আবদার মেটাতে এইসব রথ কিনে নিয়ে যাচ্ছেন বড়োরাও। পরিবারের ছোটো সদস্যের আবদার মেনে রথ কিনে নিয়ে যাওয়ার পরে সেই রথকে ভাল করে সাজিয়ে রাস্তায় বের করা হবে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে ছোট্ট রথ পরিক্রমা করবে শহরের বিভিন্ন প্রান্ত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ব্যবসায়ীদের কথায়, গত বছর থেকে বিক্রি বৃদ্ধি হয়েছে। তবে গতবছর থেকে বিক্রি বেশ ভালই চলছে। লাভের মুখ দেখছেন বিক্রেতারা। ক্রেতাদের কথায়, রথ কিনতে এসে পকেটে টান পড়ছে ঠিকই। কিন্তু রথযাত্রা উপলক্ষে বাড়ির ছোটোদের জন্য রথ নিয়ে যেতে পেরে খুশি তারাও। আর ক্ষুদেরাও রথের দড়িতে টান দেওয়ার জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে। আগামী শুক্রবার সারা দেশের মানুষ রথযাত্রা উৎসবে মেতে উঠবেন। তার আগে কাঠের দোকানে ছোটো রথের বিক্রি চলছে জোর কদমে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rath Yatra 2025: রথযাত্রার আগে বাজার গরম ছোট ছোট কাঠের রথের! দাম কত? ঠকতে না চাইলে আগেই দেখে নিন আসল দাম
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement