Lottery Results: বদলে গেল ছাপোষা রাজমিস্ত্রির জীবন, ১৫০ টাকায় কোটিপতি! বিশ্বাস না করার মত ঘটনা ঘটাল লটারির কয়েকটি নম্বর
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Lottery Results: মাত্র কয়েক ঘণ্টাতেই বদলে গেল রাজমিস্ত্রির জীবন, জীবন বদলে দিল লটারি। ১৫০ টাকার টিকিট কেটে রেজাল্ট মেলাতেই দেখা গেল এসেছে প্রথম পুরস্কার।
মুর্শিদাবাদ: তিনি সাধারণ মানুষ। আর সাধারণ স্বপ্ন নিয়েই চলত জীবন। আর সাধারণ স্বপ্নের মধ্যে যদি এক কোটি টাকার পুরস্কারের রূপ পায়, তাহলে তো আর কথায় নেই। পেশায় রাজমিস্ত্রি জাকির পেলেন লটারিতে এক কোটি টাকা। ফলে এখন রাতারাতি কোটিপতি তিনি। মুর্শিদাবাদের বহরমপুরের বাসাবাড়ির বাসিন্দা জাকির শেখ, মাঝে মধ্যে লটারি কাটার নেশা ছিল। ভাবনা ছিল যদি ভাগ্য মেলে এক কোটি টাকা। সেইমত সাটুই থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে লটারির টিকিট কেটেছিলেন। আর এক টিকিটেই বাজিমাত, হলেন কোটিপতি। ভাগ্যে জুটল এক কোটি টাকার প্রথম পুরস্কার। লটারিতে পুরস্কার পেতেই সরাসরি ছুটলেন বহরমপুর থানায়।
মুর্শিদাবাদের বহরমপুরের বাসাবাড়ির বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি জাকির শেখ। অভাবের সংসার লেগেই থাকত। অভাবের সংসারের স্ত্রী মেয়ে নিয়ে চলত সংসার। মাঝে মধ্যেই লটারি টিকিট কাটার ছিল নেশা। আর নেশার কারণেই ১৫০ টাকার টিকিট কেটেই বাড়ি ফিরে এসেছিলেন। আর টিকিটের পরে নম্বর মিলাতেই দেখা গেল বাজিমাত, পেয়েছেন প্রথম পুরস্কার এক কোটি টাকা। খবর পাওয়ার পরে প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না জাকির। অবশেষে নিজেই রেজাল্ট মিলিয়ে দেখতে গিয়ে দেখেন মিলেছে প্রথম পুরস্কার। আর তারপরেই আর চোখে জল ধরে রাখতে পারেননি। ছুটে যান বহরমপুর থানায়। রাতারাতি কোটিপতি হতেই খুশি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।
advertisement
আরও পড়ুন: পুরি-দিঘা-মাহেশের রথযাত্রার পাশাপাশি এবার বড় আকর্ষণ রুপোর রথ, রথের দিন দিনভর দেখা যাবে এই জেলায়
advertisement
জাকিরের বাবা কুবের শেখ জানিয়েছেন, “আমি চাইব আমার ছেলে যেন টাকা সৎ ব্যবহার করেন। ছেলের ঘর বাড়ি কিছুই নেই। এই টাকায় জমি ক্রয় করে বাড়ি তৈরি করে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
জাকির শেখ জানিয়েছেন, “আমি লটারি কেটেছি। আমার স্বপ্ন ছিল একদিন প্রথম পুরস্কার পাব। এখন প্রথম পুরস্কার পেয়েছি। এক কোটি টাকার পুরস্কার মিলেছে। আগামী দিনে ঘর বাড়ি তৈরি করে, জমি কিনে, দুই মেয়ের বিয়ে দেব।”
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 23, 2025 7:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery Results: বদলে গেল ছাপোষা রাজমিস্ত্রির জীবন, ১৫০ টাকায় কোটিপতি! বিশ্বাস না করার মত ঘটনা ঘটাল লটারির কয়েকটি নম্বর