North 24 Parganas News: ১০ বছর নিখোঁজ ছিলেন, অবশেষে বাড়ি ফিরলেন বছর চল্লিশের সুদাম

Last Updated:

প্রায় ১০ বছর নিখোঁজ থাকার পর বাংলাদেশ থেকে নিজের বাড়ি ফিরলেন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার যুবক সুদাম হেমব্রম

দেশে ফেরা
দেশে ফেরা
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: প্রায় ১০ বছর নিখোঁজ থাকার পর বাংলাদেশ থেকে নিজের বাড়ি ফিরলেন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার যুবক সুদাম হেমব্রম (৪০)। জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন। বছর দশেক আগে হারিয়ে গিয়েছিলেন। দীর্ঘ সময় কোনও খোঁজ না মেলায় পরিবারও প্রায় আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে উদ্ধার করে তাঁকে ফিরিয়ে আনা হল দেশে।
বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের গোলাবাড়ি রেল স্টেশন সংলগ্ন রাস্তা থেকে তাঁকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেন সামাজিক সহায়তা কেন্দ্রর সভাপতি। পরবর্তীতে হ্যাম রেডিওর মাধ্যমে খোঁজ মেলে সুদামের। পশ্চিমবঙ্গ হ্যাম রেডিও মারফত বিষয়টি জানতে পারেন ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কাউন্সিল’-এর সেক্রেটারি উৎপল রায়। পরবর্তীতে দুই দেশের প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে  ভারতে ফেরানো হয় বছর চল্লিশের সুদাম হেমব্রমকে।
advertisement
পরিবারের সদস্যরা জানান, তাঁরা ভেবেই নিয়েছিলেন সুদাম আর কোনওদিন ফিরবেন না। প্রশাসনের তরফেও জানানো হয়েছে, এত বছর বাদে একজন নিখোঁজ ব্যক্তিকে জীবিত অবস্থায় দেশে ফিরিয়ে আনা অত্যন্ত দুষ্কর কাজ। দু’দেশের পুলিশের সমন্বয়ের ফলেই তা সম্ভব হয়েছে। কীভাবে সুদাম বাংলাদেশে পৌঁছেছিলেন, তা বুঝে উঠতে পারছেন না কেউ-ই।  পরিবারের সদস্যকে দীর্ঘদিন বাদে ফিরে পেয়ে গোটা পরিবার, ধন্যবাদ জানিয়েছেন প্রশাসনকে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ১০ বছর নিখোঁজ ছিলেন, অবশেষে বাড়ি ফিরলেন বছর চল্লিশের সুদাম
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement