North 24 Parganas News: ১০ বছর নিখোঁজ ছিলেন, অবশেষে বাড়ি ফিরলেন বছর চল্লিশের সুদাম
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
প্রায় ১০ বছর নিখোঁজ থাকার পর বাংলাদেশ থেকে নিজের বাড়ি ফিরলেন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার যুবক সুদাম হেমব্রম
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: প্রায় ১০ বছর নিখোঁজ থাকার পর বাংলাদেশ থেকে নিজের বাড়ি ফিরলেন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার যুবক সুদাম হেমব্রম (৪০)। জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন। বছর দশেক আগে হারিয়ে গিয়েছিলেন। দীর্ঘ সময় কোনও খোঁজ না মেলায় পরিবারও প্রায় আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে উদ্ধার করে তাঁকে ফিরিয়ে আনা হল দেশে।
বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের গোলাবাড়ি রেল স্টেশন সংলগ্ন রাস্তা থেকে তাঁকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেন সামাজিক সহায়তা কেন্দ্রর সভাপতি। পরবর্তীতে হ্যাম রেডিওর মাধ্যমে খোঁজ মেলে সুদামের। পশ্চিমবঙ্গ হ্যাম রেডিও মারফত বিষয়টি জানতে পারেন ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কাউন্সিল’-এর সেক্রেটারি উৎপল রায়। পরবর্তীতে দুই দেশের প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে ভারতে ফেরানো হয় বছর চল্লিশের সুদাম হেমব্রমকে।
advertisement
পরিবারের সদস্যরা জানান, তাঁরা ভেবেই নিয়েছিলেন সুদাম আর কোনওদিন ফিরবেন না। প্রশাসনের তরফেও জানানো হয়েছে, এত বছর বাদে একজন নিখোঁজ ব্যক্তিকে জীবিত অবস্থায় দেশে ফিরিয়ে আনা অত্যন্ত দুষ্কর কাজ। দু’দেশের পুলিশের সমন্বয়ের ফলেই তা সম্ভব হয়েছে। কীভাবে সুদাম বাংলাদেশে পৌঁছেছিলেন, তা বুঝে উঠতে পারছেন না কেউ-ই। পরিবারের সদস্যকে দীর্ঘদিন বাদে ফিরে পেয়ে গোটা পরিবার, ধন্যবাদ জানিয়েছেন প্রশাসনকে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
December 07, 2025 4:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ১০ বছর নিখোঁজ ছিলেন, অবশেষে বাড়ি ফিরলেন বছর চল্লিশের সুদাম

