#উত্তর ২৪ পরগনা: মা'কে হাতুড়ি দিয়ে মারধর করার অভিযোগে ছেলে এবং বৌমাকে গ্রেফতার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার শেরপুর এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম বিষ্ণুপদ দাস ও তার স্ত্রী শুভলক্ষ্মী দাস। ধৃতদের বুধবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ। (North 24 Pargana News)
আরও পড়ুন: আপনি কি হেডফোন অন্যদের সঙ্গে শেয়ার করেন? বড় ক্ষতি হতে পারে! জানুন
জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির জল যাওয়ার ড্রেন নিয়ে শাশুড়ি বৌমার মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ সেই সময় হঠাৎই দুর্গা দাসের বড় বৌমা শুভলক্ষ্মী তার ওপরে হাতুড়ি নিয়ে চড়াও হয়। প্রচন্ড মারধর করে তাঁকে। লোহার হাতুড়ি দিয়ে দুর্গা দাসের বউ মা তাঁর মাথায় আঘাত করে বলেও অভিযোগ। বৌমার মারধরে রক্তাক্ত হয়েছেন তিনি।
আরও পড়ুন: দুই ভাইয়ের তুমুল ঝগড়া, একজনের আত্মহত্যা! কারণ নাকি সামান্য এক মোবাইল ফোন তাঁর দু'হাতে মারধরের চিহ্ন স্পষ্ট। দুর্গা দাসের দাবি শুধু বৌমা নয়, ছেলেও তাঁকে মাঝে মধ্যে মারধর করে। স্থানীয়রা জানিয়েছেন, দাস পরিবারে কমবেশি ঝগড়াঝাটি লেগেই থাকে। তবে এদিন যে ঘটনা ঘটেছে সেই ঘটনার নিন্দা করেছেন তাঁরা।
অনিরুদ্ধ কীর্তনিয়া
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, North 24 Pargana news