Jalpaiguri News: দুই ভাইয়ের তুমুল ঝগড়া, একজনের আত্মহত্যা! কারণ নাকি সামান্য এক মোবাইল ফোন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বুধবার সকালে দুই ভাইয়ের মধ্যে মোবাইল নিয়ে বচসা বাধে। (Jalpaiguri News)
#ময়নাগুড়ি: মোবাইল নিয়ে বচসার জেরে আত্মঘাতী হলো এক নাবালক। বুধবার এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি ব্লকের আমগুরি ভাদুর বাড়ি এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে দুই ভাইয়ের মধ্যে মোবাইল নিয়ে বচসা বাধে। এরপর এক নাবালক তার মায়ের শাড়ি দিয়ে আনুমানিক নয়টা নাগাদ গলায় পেচিয়ে আত্মঘাতী হয়। (Jalpaiguri News)
এরপর পরিবারের সদস্যরা তাকে এই অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নাবালককে উদ্ধার করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ জানিয়েছেন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হবে।
আরও পড়ুন: লন্ডনে শ্যুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা আলিয়া, ব্রেক নিয়ে দেখা করলেন বন্ধুদের সঙ্গে! ভাইরাল ছবি
জানা গিয়েছে, মৃত নাবালক আমগুরি রামমোহন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। এদিন প্রবল বৃষ্টির দরুন সকালে উঠে বাড়ির একটি মোবাইল নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা বাধে। যার জেরেই আত্মঘাতী হয় এই নাবালক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। মৃত নাবালকের দাদু ননীগোপাল মণ্ডল বলেছেন,"সকালে দুই ভাইয়ের মধ্যে মোবাইল নিয়ে ঝগড়া হয়। এরপরেই এই ধরনের ঘটনা। আমাদের মনে হচ্ছে মোবাইল নিয়ে ঝগড়ার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটিয়েছে।"
advertisement
advertisement
আরও পড়ুন: ঘুরে আসছি বলে কাছের নদীতে নামলেন বৃদ্ধ, পুনর্ভবায় চলে গেল প্রাণ! কী মর্মান্তিক...
পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। এর পিছনে আর কোনও কারণ রয়েছে কিনা, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 29, 2022 5:11 PM IST