#দক্ষিণ দিনাজপুর: সকালে পুনর্ভবা নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেলেন এক বৃদ্ধ। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দুই নাম্বার ওয়ার্ডের বেলবাড়ি এলাকায়। এখনও পর্যন্ত ওই বৃদ্ধের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। দেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন।
আরও পড়ুন: লন্ডনে শ্যুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা আলিয়া, ব্রেক নিয়ে দেখা করলেন বন্ধুদের সঙ্গে! ভাইরাল ছবি
পরিবার সূত্রে জানা গিয়েছে, নদীর জলে তলিয়ে যাওয়া বৃদ্ধের নাম পলান হালদার (৫০)। তাঁর বাড়ি গঙ্গারামপুর থানার দুই নম্বর ওয়ার্ড বেললবাড়ি এলাকায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকালে পুনর্ভবা নদীর জলে স্নান করতে গিয়েছিলেন তিনি। এর পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নদী থেকে বাড়ি ফিরে আসেননি তিনি।
আরও পড়ুন: এও যেন এক 'খাদ্যের অধিকার', মালদহের একদল যুবক বিস্ময় ঘটাচ্ছে পাঁচ বছর ধরে!
এর পরেই নদীতে নৌকো নিয়ে খুঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। দীর্ঘ সময় ধরে খোঁজার পরেও দেহ মেলেনি তাঁর। বাড়ির সদস্যদের অনুমান স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গিয়েছেন তিনি। এর পর গঙ্গারামপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ও গ্রামবাসীরা মিলে ওই ব্যক্তির দেহ খোঁজার চেষ্টা চালাচ্ছেন।
সুজন সূত্রধর
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Drowning, South Dinajpur