ছাগলের মৃত্যুশোক না 'অন্য' কারণ? দড়ি দিয়ে পা বাঁধলো কে? যুবতীর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য জামালপুরে
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
গলায় দড়ি বাঁধা অবস্থায় বাড়ির পিছন থেকে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করে জামালপুর থানার পুলিশ।যুবতীর দুটি পায়েও দড়ি বাঁধা থাকায় রহস্য দানা বেঁধেছে।
#জামালপুর: যুবতীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুরের নারায়নপুর গ্রামে।গলায় দড়ি বাঁধা অবস্থায় বাড়ির পিছন থেকে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করে জামালপুর থানার পুলিশ।যুবতীর দুটি পায়েও দড়ি বাঁধা থাকায় রহস্য দানা বেঁধেছে। দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃতার নাম দুলালী মালিক (২৫)।খুন নাকি আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও স্হানীয়রা বলছেন, পোষ্য ছাগলের মৃত্যুর শোকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবতী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামালপুর থানার পুলিশ।
advertisement
advertisement
মৃত যুবতীর পরিবারের সদস্যরা জানান, রোজকার মতো শনিবার রাতে বাড়ির দুই মেয়ে একই ঘরে শুতে যান। কিন্তু সকালে এক বোনকে পাওয়া যায়নি। রবিবার তাঁকে ঘরের পিছনে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে যুবতীর দু'টি পা দড়ি দিয়ে বাঁধা ছিল বলে দাবি পরিবারের। তাই নিয়েই রহস্য দানা বেঁধেছে । মৃতার দাদা অরূপ মালিক বলেন, দিন কয়েক আগে বাড়ির একটি পোষ্য ছাগলের মৃত্যু হয়। তার পর থেকেই বোন খুব কান্নাকাটি করছিল। ঠিক মতো খাওয়া-দাওয়া করছিল না। তার পর আজ সকালে এই ঘটনা। কী করে এ সব হল বুঝে উঠতে পারছি না।
advertisement
তবে পায়ে দড়ি বাঁধা অবস্থায় দেহ উদ্ধার নিয়ে সন্দেহ করছে পরিবার। মৃতার দাদার কথায়, "এমন কারও সঙ্গে পাড়ায় কোনও শত্রুতা নেই। বোনকে যে খুন করতে পারে কেউ এটাই ভাবতে পারছি না। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।"
দেহ উদ্ধারের পর পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যাই করেছেন যুবতী। জেলা পুলিশে, এক আধিকারিক বলেন,প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট এলে সব পরিষ্কার হয়ে যাবে।
advertisement
উল্লেখ্য, মাস তিনেক আগে পূর্ব বর্ধমানের রায়নায় এমনই একটি ঘটনা ঘটে। সেখানেও পোষ্য ছাগলের মৃত্যুর শোকে এক নাবালিকা আত্মঘাতী হয়। তবে এক্ষেত্রে পায়ে বাঁধন কী ভাবে এলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 30, 2022 4:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছাগলের মৃত্যুশোক না 'অন্য' কারণ? দড়ি দিয়ে পা বাঁধলো কে? যুবতীর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য জামালপুরে