Twin Banana: জোড়া কলা খেলে কি যমজ সন্তান জন্মায়? কুসংস্কার না বিজ্ঞান? জানুন 'আসল' সত্যিটা!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Twin Banana: বেশ কিছু ধারণা রয়েছে যা মানুষ বিশ্বাস করে আসছেন যুগ যুগ ধরে। যার সত্যতা না জেনেও মানুষ মেনে চলেন। এরই মধ্যে একটি বিশ্বাস এই যে, কোনও নারী জোড়া কলা খেলে নাকি যমজ সন্তানের মা হন তিনি।বিষয়টি সত্যি, না পুরোটাই কুসংস্কার? বোঝা যাবে বিজ্ঞান কী বলছে তা শুনলেই।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জাইগোট কী প্রাণের সূচনা যে কোষ থেকে হয়, তাকেই জাইগোট বলে। সহজ করে বললে, পুরুষের শুক্রাণু যখন স্ত্রীর ডিম্বাণুকে নিষিক্ত করে, তখন দু’টি কোষ এক হয়ে তৈরি করে একটি একক কোষ। একেই জাইগোট বলা হয়। এই জাইগোটটি এর পর বার বার বিভাজিত হয়ে এক ধরনের কোষগুচ্ছ তৈরি করে। যা ক্রমশ আরও বিভাজিত হয়ে তৈরি করে ভ্রূণ। এই ভ্রূণ থেকেই জন্ম হয় শিশুর।
advertisement
যমজ সন্তানের ক্ষেত্রে সাধারণত একই জাইগোট থেকে একটি শিশুরই জন্ম হয়। কিন্তু কিছু ক্ষেত্রে একটি জাইগোট বিভাজিত হয়ে জরায়ুর অন্য কোনও স্থানে গিয়ে বসে যেতে পারে৷ তখনই দুই আলাদা অংশ থেকে দু’টি আলাদা ভ্রূণ তৈরি হয়। এ ভাবে আইডেন্টিক্যাল যমজ তৈরি হয়। কারণ এদের মূল জাইগোট একটিই। অর্থাৎ, কোনও জিনগত উপাদানে কোনও ভেদ নেই। সাধারণ ভাবে এ ক্ষেত্রে হুবহু একই রকম দেখতে এক জোড়া সন্তানের জন্ম হয়।
advertisement
advertisement