হঠাৎ হাহাকার নদীর পাড়ে! ডুবে গেল কৃষকবোঝাই নৌকা, নিখোঁজ যুবককে ঘিরে চাঞ্চল্য
- Reported by:Pranab kumar Banerjee
- local18
- Published by:Nayan Ghosh
Last Updated:
নৌকাটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। অধিকাংশকে উদ্ধার করা হয়েছে। কিন্তু একজন এখনও নিখোঁজ।
মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায় : মুর্শিদাবাদের রানীনগরে নৌকা ডুবির ঘটনা। সাতসকালে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নৌকাটিতে প্রায় ৩০-৩৫ কৃষক ছিলেন বলে জানা গিয়েছে। তারা চরের জমিতে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মাঝপথেই এই দুর্ঘটনা।
নৌকায় অতিরিক্ত যাত্রী থাকার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীনগর থানার পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত সুজন সেখ নামের এক যুবক নিখোঁজ রয়েছেন বলে খবর। তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। মাছ ধরার জাল দিয়ে খোঁজ চলছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, এদিন মঙ্গলবার সকালে চর সরণদাজপুর কারগিল ঘাট থেকে অপর পারে যাওয়ার সময় একটি নৌকা উল্টে যায়। নৌকাটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অধিকাংশকে উদ্ধার করা হয়েছে। কিন্তু একজন এখনও নিখোঁজ রয়েছেন। যে ঘটনা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে। অন্যদিকে ঘটনা জানাজানি হতেই নদীর তীরে ভীড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন : ভিনরাজ্যে যাচ্ছে বাংলার ‘এই’ গ্রামে তৈরি পোশাক! তবু কেন খুশি নন তাঁতিরা? জানুন আসল ঘটনা
সুজন সেখের পরিবারের লোকজন উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। প্রশাসনের তরফ থেকে ডুবুরি আনার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে সাতসকালে এমন দুর্ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। যে সমস্ত যাত্রীরা নৌকায় ছিলেন, তারাও এই ঘটনর জেরে বেশ আতঙ্কিত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 09, 2025 12:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হঠাৎ হাহাকার নদীর পাড়ে! ডুবে গেল কৃষকবোঝাই নৌকা, নিখোঁজ যুবককে ঘিরে চাঞ্চল্য








