২০ টাকায় স্মার্টফোন? লোভে পড়ে সর্বনাশ! সাংঘাতিক কাণ্ড নদিয়ায়, না জানলে মিস
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
আসার কথা ছিল মোবাইল, এল মাসেল পাউডার! সে পাউডার খায় না গায়ে মাখে? সে কিছুই বুঝে উঠতে পারছেন না ক্রেতা।
আড়ংঘাটা, নদিয়া, মৈনাক দেবনাথ: আসার কথা ছিল মোবাইল, এল মাসেল পাউডার! সে পাউডার খায় না গায়ে মাখে? সে কিছুই বুঝে উঠতে পারছেন না ক্রেতা। এমনই আজব ঘটনা ঘটল বাংলার বুকে। এমন ঘটনা যার সঙ্গে ঘটেছে তিনি তো অবাক, আবার দেখেশুনে অবাক অন্যরাও। তবে গল্প কিন্তু এখানেই শেষ নয়! গল্পে আরও মশলা রয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আসল গল্প।
জানা যায়, নদিয়ার আড়ংঘাটার সলুয়া গ্রামের প্রভাত সাহার মোবাইলের হোয়াটসঅ্যাপে কিছু দিন আগে একটি ই-কমার্স ম্যাসেজ আসে, দাবি সেখানে লেখা ছিল ২০ টাকা দিয়ে আবেদন করলেই চার দিনের মধ্যে পেয়ে যাবেন একটি স্মার্ট ফোন। আর তা দেখা মাত্রই অর্ডার দিয়ে দেন প্রবাত বাবু। ২০ টাকায় মোবাইল পাওয়ার আসায় দিন গুনতে শুরু করেন তিনি। রাস্তার দিকে চেয়ে বসে থাকেন, কখন আসবে তার স্মার্ট ফোন। কিন্তু চার দিন পার হয়ে গেলেও মোবাইলের দেখা নেই। এদিকে মন কিছুতেই মানছে না প্রভাত বাবুর।
advertisement
advertisement
আর এসবের মধ্যেই নদিয়ার ওই ব্যক্তি ফোন করলে ওই ই-কমার্স সাইট থেকে তাকে বলা হয় মোবাইল পেতে হলে তিন হাজার টাকা লাগবে। এদিকে মোবাইল পেতে মরিয়া প্রভাত বাবু তিন হাজার টাকা দিতে রাজি হয়ে যান। সেই মতো ১১ দিন পরে তার বাড়িতে পার্সেল হাতে এসে পৌঁছে দেন পোস্ট অফিসের পোস্টম্যান। তিন হাজার টাকা দিয়ে পোস্টম্যানের হাত থেকে পার্সেলটা হাতে নিতেই আনন্দে ভরে ওঠে প্রভাত বাবুর মন। তিনি ভাবেন কখন দেখবেন তিনি তার নতুন মোবাইল ফোন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বুকের মাঝে উচ্ছাস আর মুখে একগাল হাসি নিয়ে পার্সেল প্যাকেট খুলতেই তার মুখের হাসি গেল নিভে। তিনি দেখেন মোবাইলের পরিবর্তে প্যাকেটের মধ্যে রয়েছে দুটো সাদা কৌটো আর কৌটোর গায়ে লেখা আছে মাসেল পাউডার। এখন এই পাউডার তিনি গায়ে মাখবেন না খাবেন, প্রভাত বাবু তা কিছুই বুঝে উঠতে পারছে না। মোবাইলের পরিবর্তে হাতে কৌটো পেয়ে এখন হতাশায় ভেঙে পরেছেন প্রভাত বাবু। পুলিশ প্রশাসনে লিখিত অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন প্রভাত বাবু।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 09, 2025 11:59 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২০ টাকায় স্মার্টফোন? লোভে পড়ে সর্বনাশ! সাংঘাতিক কাণ্ড নদিয়ায়, না জানলে মিস