ভিনরাজ্যে যাচ্ছে বাংলার 'এই' গ্রামে তৈরি পোশাক! তবু কেন খুশি নন তাঁতিরা? জানুন আসল ঘটনা

Last Updated:

Tant Weaving Industry: কয়েক বিঘা জমি জুড়ে অবস্থিত এই গ্রাম বর্তমানে জেলার অন্যতম তাঁতিগ্রাম হিসাবে পরিচিত। এই গ্রামের প্রায় ৯৫% পরিবার তাঁত শিল্পের সঙ্গে যুক্ত

+
বীরভূমের

বীরভূমের তাঁতগ্রাম

বীরভূম, সৌভিক রায়ঃ বীরভূমের মধ্যে রয়েছে একাধিক গ্রাম। নিজস্ব বিভিন্ন কারণে সেগুলির পরিচিতি। এই বীরভূমেরই একটি গ্রাম যেমন তাঁত গ্রাম হিসেবে পরিচিত। কয়েক বিঘা জমি জুড়ে অবস্থিত এই গ্রাম বর্তমানে জেলার অন্যতম তাঁতিগ্রাম হিসাবে জনপ্রিয়। এই গ্রামের প্রায় ৯৫% পরিবার তাঁত শিল্পের সঙ্গে যুক্ত।
এখন প্রশ্ন জাগতে পারে, বীরভূমের কোথায় রয়েছে এই তাঁত গ্রাম? লাভপুরের আবাডাঙ্গা গ্রামে তাঁত শিল্পীদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছে একটি বিশাল আকারের হ্যান্ডলুম ঘর। সেখানে অনেক তাঁত শিল্পী একসঙ্গে তাঁত বুনতে পারছেন।
আরও পড়ুনঃ চলন্ত অবস্থায় দু’টুকরো হয়ে গেল ট্রেলার! স্তব্ধ গাড়ি চলাচল, জাতীয় সড়কে বিরাট দুর্ঘটনা
তাঁত মূলত একটি কুটির শিল্প। নদিয়ার শান্তিপুর ও হুগলির ধনেখালি মূলত তাঁত শিল্পের পীঠস্থান বলে চিহ্নিত হলেও এর বাইরেও বিভিন্ন জায়গার মানুষের জীবন জীবিকা এই তাঁত শিল্প ঘিরে রয়েছে। বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত এই গ্রামে এখনও পর্যন্ত প্রায় ১৫০টি ঘরের মানুষের মূল জীবিকা এই তাঁত শিল্প। বাপ-ঠাকুরদার আমল থেকে চলে আসা এই শিল্পকে এখন তাঁরা মূলত পেটের দায়ে টিকিয়ে রেখেছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আবাডাঙ্গার তাঁত শিল্পীদের কথায়, পরিবারের আদি জীবিকা এই তাঁত শিল্প। প্রায় ৭০-৮০ বছর ধরে তাঁদের পরিবার তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। তবে তাঁরা মূলত নিরুপায় হয়ে এই শিল্পে এসেছেন। পড়াশুনা করেও কোনও চাকরি না মেলায়, তাঁরা জীবিকা হিসেবে এই পথ বেছে নিয়েছেন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভিনরাজ্যে যাচ্ছে বাংলার 'এই' গ্রামে তৈরি পোশাক! তবু কেন খুশি নন তাঁতিরা? জানুন আসল ঘটনা
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement