Murshidabad News: ১৩০ বছরের পুরাতন ব্রিজ, পুরাতন ক্যানেল! বহরমপুরের লাইফলাইন নিয়ে মাথাব্যথা নেই প্রশাসনের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Murshidabad News: মুর্শিদাবাদের শতাব্দীপ্রাচীন সেতু—'আট মুখ ক্যানেল নহর পাড়ার ব্রিজ'—আজও দাঁড়িয়ে আছে অবহেলার ভার বইয়ে।
মুর্শিদাবাদ: ভগবানগোলা এক নম্বর ব্লকের অন্তর্গত মহম্মদপুর ও ভগবানগোলা অঞ্চলের সংযোগস্থলে অবস্থিত একটি শতাব্দীপ্রাচীন সেতু—’আট মুখ ক্যানেল নহর পাড়ার ব্রিজ’—আজও দাঁড়িয়ে আছে অবহেলার ভার বইয়ে। স্থানীয়দের দাবি, এই ব্রিজটি নির্মিত হয়েছিল ১৮৯৫ সালে নবাবি আমলে বা ব্রিটিশ পিরিয়ডে, যা বর্তমানে শতাধিক বছরের পুরনো।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের এই ব্রিজ এক সময়ে পদ্মা নদীর অতিরিক্ত জল পাশ করার জন্য ব্যবহৃত হত। জলবণ্টনের এই প্রাকৃতিক পথ দিয়ে বহু বছর আগেও পদ্মা নদীর অতিরিক্ত জল প্রবাহিত হত। তবে বর্তমানে দীর্ঘ কয়েক বছর ধরে সেই প্রবাহ প্রায় বন্ধ, ফলে ক্যানেলটি আজ পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়ে গেছে। এখানকার মানুষজন প্রতিদিন এই সরু, জরাজীর্ণ সেতু দিয়েই যাতায়াত করেন। একদিকে বহরমপুর, অন্যদিকে আখরিগঞ্জ—এই দুই অঞ্চলের সংযোগস্থলে ব্রিজটি আজও গুরুত্বপূর্ণ ‘লাইফলাইন’। রাস্তার কোন বিকল্প না থাকায়, প্রতিদিন এই পথে অ্যাম্বুলেন্স, স্কুলগাড়ি, মালবাহী গাড়ি চলাচল করে। একই সময়ে একটিমাত্র গাড়ি চলাচল করতে পারে—অন্যদিকে সব যানবাহন দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়।
advertisement
advertisement
স্থানীয় এক বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন, “যদি একটা অ্যাম্বুলেন্স আসে, ১০-১৫ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। এই সময়ে রোগীর যা অবস্থা হতে পারে, তা ভেবে দেখার বিষয়!” দীর্ঘ প্রায় ১০ বছর ধরে আশ্বাস মিলছে বিকল্প রাস্তা বা নতুন ডবল লেন ব্রিজের। কিন্তু এখনও পর্যন্ত কোন সরকারি পরিকল্পনা বাস্তবে রূপ পায়নি। এলাকাবাসীরা বহুবার স্থানীয় বিধায়ক, বিডিও এবং পঞ্চায়েতের কাছে আবেদন জানিয়েছেন। তবুও কাজের কাজ কিছুই হয়নি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আহসানুর রহমান বলেন, “ব্রিজটি নিয়ে চিন্তাভাবনা চলছে। এটি ‘ইউ’ আকৃতির, তাই একে স্টেট ব্রিজ করা যায় কিনা, তা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি জেলা তৃণমূল সভাপতির নজরেও রয়েছে।” গ্রাম পঞ্চায়েত সদস্যা শিখা বিবি জানান, “আমি পঞ্চায়েত প্রধান এবং বিডিও সাহেবকে জানিয়েছি। তারা সংস্কারের আশ্বাস দিয়েছেন।”
advertisement
স্থানীয়দের এখন একটাই দাবি, ব্রিজটির অবিলম্বে সংস্কার ও পাশাপাশি নতুন একটি ডবল লেন ব্রিজ নির্মাণ। যাতে মানুষের যাতায়াত, জরুরি পরিষেবা, শিক্ষা ও অর্থনীতির গতি বিঘ্ন না ঘটে। একটি সেতু ভেঙে পড়া মানেই শুধু কাঠামোর পতন নয়, তা আসলে প্রশাসনিক অবহেলার প্রতিচ্ছবি। শতবর্ষ এই ব্রিজটি এখন প্রশ্ন তুলছে—আশ্বাসে আর কতদিন চলবে?
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 24, 2025 3:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ১৩০ বছরের পুরাতন ব্রিজ, পুরাতন ক্যানেল! বহরমপুরের লাইফলাইন নিয়ে মাথাব্যথা নেই প্রশাসনের
