Extramarital affair: পরকীয়ার জের? প্রসবের পর সন্তানকে জীবন্ত পুঁতে ফেলার অভিযোগে গ্রেফতার মা
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Extramarital affair: পরকীয়ার জেরে প্রসবের পর সন্তানকে মাটিতে পুঁতে হত্যা করতে চাইল মা, এমনই অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মন্দিরবাজারের সদাশিবপুর এলাকায়।
দক্ষিণ ২৪ পরগনা: পরকীয়ার জেরে প্রসবের পর সন্তানকে মাটিতে পুঁতে হত্যা করতে চাইল মা, এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে মন্দিরবাজারের সদাশিবপুর এলাকায়। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মহিলাকে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবেশী এক যুবকের সঙ্গে পরকীয়ার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন অভিযুক্ত মহিলা। এরপর এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি।
গ্রামবাসীদর অভিযোগ, বাড়ির পাশে ঝোপের মধ্যে গর্ত খুঁড়ে সদ্যোজাতকে জীবন্ত পুঁতে ফেলার চেষ্টা করেন ওই গৃহবধূ। কিন্তু তা গ্রামবাসীরা দেখে ফেলেন। বাচ্চার কান্না শুনে ছুটে আসেন অনেকে। তাঁরাই শেষ পর্যন্ত মহিলাকে সরিয়ে সদ্যোজাতকে উদ্ধার করেন। যদিও ততক্ষণে ওই মহিলা শিশুটিকে মাটিতে পুঁতে ফেলেছিল বলে অভিযোগ করেছেন স্থানীয়েরা। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মগরাহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাঁচানো যায়নি শিশুটিকে।
advertisement
advertisement
শিশুটির মৃত্যুর খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। অভিযুক্ত মহিলা এবং তাঁর প্রেমিককে গ্রেফতারের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। রাতে স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানান গ্রামবাসীরা। তাঁদের অভিযোগের ভিত্তিতেই সদ্যোজাতের মাকে খুনের অভিযোগে গ্রেফতার করে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 20, 2024 10:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Extramarital affair: পরকীয়ার জের? প্রসবের পর সন্তানকে জীবন্ত পুঁতে ফেলার অভিযোগে গ্রেফতার মা







