মন্দারমণির সৈকত থেকে উদ্ধার হওয়া দেহ নিখোঁজ মৎস্যজীবীরই! অবশেষে দেহ হাতে পেল পরিবার

Last Updated:

Mandarmani: মান্দারমণির সৈকত থেকে উদ্ধার হওয়া মৃতদেহ নিখোঁজ মৎস্যজীবিরই। আজ কাঁথির মর্গে গিয়ে মৃতদেহ সনাক্ত করেন পরিবারের লোকজন। ক্ষত বিক্ষত দেহটি উদ্ধার হয়েছে মান্দারমণির সৈকত থেকেই।

দেহ শনাক্ত করল পরিবার
দেহ শনাক্ত করল পরিবার
মান্দারমণির সৈকত থেকে উদ্ধার হওয়া মৃতদেহ নিখোঁজ মৎস্যজীবিরই। আজ কাঁথির মর্গে গিয়ে মৃতদেহ সনাক্ত করেন পরিবারের লোকজন। ক্ষত বিক্ষত দেহটি উদ্ধার হয়েছে মান্দারমণির সৈকত থেকেই। দেহটি উদ্ধার করেই মর্গে পাঠায় পুলিশ।
advertisement
প্রসঙ্গত, গত ২১ অক্টোবর পেটুয়াঘাট মৎস্য বন্দর থেকে নিখোঁজ হয়েছিল মৎস্যজীবী শেখ মনসুর।মন্দারমনির সমুদ্র সৈকত থেকে গত ২৮ তারিখ ক্ষতবিক্ষত দেহটি উদ্ধার করেছে পুলিশ। আজ, অর্থাৎ মঙ্গলবার কাঁথির মর্গে গিয়ে দেহ চিহ্নিত করে মৃতের পরিবারের লোকজন। তবে দেহ চিহ্নিত করে ক্ষোভ প্রকাশ করেন নিহতের পরিবার।
advertisement
মৃতের পরিবারের লোকজনের অভিযোগ, গত ২৮ তারিখ দেহ উদ্ধার ঘটনায় পুলিশকে তারা জানালে পুলিশ জানিয়ে দেয় এটা শেখ মনসুরের দেহ নয়। মঙ্গলবার শেখ মনসুরের দেহ মর্গ থেকে চিহ্নিত করায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তার পরিবারের লোকজন। কেন তাদের ২৮ তারিখ না বলে দীর্ঘদিন বাদে পচাগুলো দেহ তাদের হাতে তুলে দিল। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের লোকজন। কেন এতদিন বাদে তাদের হাতে দেহ তুলে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের লোকজন। 
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মন্দারমণির সৈকত থেকে উদ্ধার হওয়া দেহ নিখোঁজ মৎস্যজীবীরই! অবশেষে দেহ হাতে পেল পরিবার
Next Article
advertisement
Richa Ghosh: সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
  • বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা জানাবে সিএবি৷

  • ৭ অথবা ৮ নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান৷

  • উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকেও৷

VIEW MORE
advertisement
advertisement