মন্দারমণির সৈকত থেকে উদ্ধার হওয়া দেহ নিখোঁজ মৎস্যজীবীরই! অবশেষে দেহ হাতে পেল পরিবার
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Sujit Bhowmik
Last Updated:
Mandarmani: মান্দারমণির সৈকত থেকে উদ্ধার হওয়া মৃতদেহ নিখোঁজ মৎস্যজীবিরই। আজ কাঁথির মর্গে গিয়ে মৃতদেহ সনাক্ত করেন পরিবারের লোকজন। ক্ষত বিক্ষত দেহটি উদ্ধার হয়েছে মান্দারমণির সৈকত থেকেই।
মান্দারমণির সৈকত থেকে উদ্ধার হওয়া মৃতদেহ নিখোঁজ মৎস্যজীবিরই। আজ কাঁথির মর্গে গিয়ে মৃতদেহ সনাক্ত করেন পরিবারের লোকজন। ক্ষত বিক্ষত দেহটি উদ্ধার হয়েছে মান্দারমণির সৈকত থেকেই। দেহটি উদ্ধার করেই মর্গে পাঠায় পুলিশ।
advertisement
প্রসঙ্গত, গত ২১ অক্টোবর পেটুয়াঘাট মৎস্য বন্দর থেকে নিখোঁজ হয়েছিল মৎস্যজীবী শেখ মনসুর।মন্দারমনির সমুদ্র সৈকত থেকে গত ২৮ তারিখ ক্ষতবিক্ষত দেহটি উদ্ধার করেছে পুলিশ। আজ, অর্থাৎ মঙ্গলবার কাঁথির মর্গে গিয়ে দেহ চিহ্নিত করে মৃতের পরিবারের লোকজন। তবে দেহ চিহ্নিত করে ক্ষোভ প্রকাশ করেন নিহতের পরিবার।
advertisement
মৃতের পরিবারের লোকজনের অভিযোগ, গত ২৮ তারিখ দেহ উদ্ধার ঘটনায় পুলিশকে তারা জানালে পুলিশ জানিয়ে দেয় এটা শেখ মনসুরের দেহ নয়। মঙ্গলবার শেখ মনসুরের দেহ মর্গ থেকে চিহ্নিত করায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তার পরিবারের লোকজন। কেন তাদের ২৮ তারিখ না বলে দীর্ঘদিন বাদে পচাগুলো দেহ তাদের হাতে তুলে দিল। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের লোকজন। কেন এতদিন বাদে তাদের হাতে দেহ তুলে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের লোকজন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 04, 2025 3:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মন্দারমণির সৈকত থেকে উদ্ধার হওয়া দেহ নিখোঁজ মৎস্যজীবীরই! অবশেষে দেহ হাতে পেল পরিবার

