Bangla News: ভারত-বাংলাদেশ বর্ডারে মৃত্যু প্রবীণ কৃষকের! উদ্ধার করেও শেষরক্ষা করতে পারল না বিএসএফ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangla News: মৃত কৃষকের নাম কিরেন মন্ডল, বয়স ৬৫ বছর। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার চর মইরশি গ্রামে।
রানিনগর: ভারত-বাংলাদেশ সীমান্তে কৃষিকাজ করতে গিয়ে মৃত্যু প্রবীণ কৃষকের, উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায় কৃষিকাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক প্রবীণ কৃষকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রানিনগর এলাকায়।
advertisement
মৃত কৃষকের নাম কিরেন মন্ডল, বয়স ৬৫ বছর। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার চর মইরশি গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো রবিবারও তিনি সকালে মাঠে কাজ করতে বেরিয়েছিলেন। সাধারণত সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসতেন, কিন্তু ওই দিন তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন ভেবেছিলেন, তিনি কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসবেন, তাই প্রথমে খোঁজ নেওয়া হয়নি।
advertisement
advertisement
এদিকে, সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় বিএসএফের কর্তব্যরত জওয়ানরা এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে সীমান্তের অপি পয়েন্টে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাঁকে রানিনগর গোধনপাড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
advertisement
তবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই কৃষককে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর দেওয়া হলে মৃতের পরিবার হাসপাতালে এসে পৌঁছায়। এই ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2025 5:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ভারত-বাংলাদেশ বর্ডারে মৃত্যু প্রবীণ কৃষকের! উদ্ধার করেও শেষরক্ষা করতে পারল না বিএসএফ

