Dharmendra Birthday Anniversary: 'শুভ জন্মদিন আমার প্রিয়', ৯০-এর জন্মবার্ষিকীতে ধর্মেন্দ্রকে আদুরে শুভেচ্ছা স্ত্রী হেমার
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Dharmendra Birthday Anniversary: জন্মদিনের ঠিক কয়েকদিন আগে ২৪শে নভেম্বর সকলকে কাঁদিয়ে চলে যান অভিনেতা। তাঁর মৃত্যুতে তাঁর পরিবার, প্রিয়জন এবং ভক্তরা সকলেই মর্মাহত । সম্প্রতি স্ত্রী হেমা মালিনী তাঁর ৯০তম জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন।
মুম্বই: বেঁচে থাকলে ৯০ বছরে পা দিতেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র৷ জন্মদিনের ঠিক কয়েকদিন আগে ২৪শে নভেম্বর সকলকে কাঁদিয়ে চলে যান অভিনেতা। তাঁর মৃত্যুতে তাঁর পরিবার, প্রিয়জন এবং ভক্তরা সকলেই মর্মাহত । সম্প্রতি স্ত্রী হেমা মালিনী তাঁর ৯০তম জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। অভিনেত্রীর পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷
হেমা মালিনী X-এ (পূর্বে টুইটারে) ধর্মেন্দ্রর সঙ্গে দুটি পুরনো ছবি শেয়ার করেছেন। তার জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে তিনি লিখেছেন, ‘ধর্মজি। শুভ জন্মদিন আমার প্রিয় । দুই সপ্তাহেরও বেশি সময় কেটে গেছে তুমি আমাকে ভেঙে ফেলেছ, ধীরে ধীরে টুকরো টুকরো করে আমার জীবন পুনর্গঠনের চেষ্টা করছ, জেনেও যে তুমি সবসময় আমার সঙ্গে জুড়ে থাকবে। আমাদের একসঙ্গে জীবনের আনন্দময় স্মৃতি কখনও মুছে ফেলা যায় না এবং সেই মুহূর্তগুলিকে পুনরুজ্জীবিত করা আমাকে প্রচুর সান্ত্বনা এবং সুখ দেয়।’
advertisement
বেঁচে থাকলে ৯০ বছরে পা দিতেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র৷ জন্মদিনের ঠিক কয়েকদিন আগে ২৪শে নভেম্বর সকলকে কাঁদিয়ে চলে যান অভিনেতা। তাঁর মৃত্যুতে তাঁর পরিবার, প্রিয়জন এবং ভক্তরা সকলেই মর্মাহত । সম্প্রতি স্ত্রী হেমা মালিনী তাঁর ৯০তম জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। অভিনেত্রীর পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷
advertisement
advertisement
Dharam ji
Happy birthday my dear heart❤️
More than two weeks have passed since you left me heartbroken, slowly gathering up the pieces and trying to reconstruct my life, knowing that you will always be with me in spirit. The joyful memories of our life together can never be… pic.twitter.com/zY3QBJN0YE— Hema Malini (@dreamgirlhema) December 8, 2025
advertisement
হেমা মালিনী X-এ (পূর্বে টুইটারে) ধর্মেন্দ্রর সঙ্গে দুটি পুরনো ছবি শেয়ার করেছেন। তার জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে তিনি লিখেছেন, ‘ধর্মজি। শুভ জন্মদিন আমার প্রিয় । দুই সপ্তাহেরও বেশি সময় কেটে গেছে তুমি আমাকে ভেঙে ফেলেছ, ধীরে ধীরে টুকরো টুকরো করে আমার জীবন পুনর্গঠনের চেষ্টা করছ, জেনেও যে তুমি সবসময় আমার সঙ্গে জুড়ে থাকবে। আমাদের একসঙ্গে জীবনের আনন্দময় স্মৃতি কখনও মুছে ফেলা যায় না এবং সেই মুহূর্তগুলিকে পুনরুজ্জীবিত করা আমাকে প্রচুর সান্ত্বনা এবং সুখ দেয়।’
advertisement
আরও পড়ুন-আগামী ২৩ দিন…! বছর শেষে বাবা ভাঙ্গার ‘সুপ্রিম’ ভবিষ্যদ্বাণী! ‘কোটিপতি’ হবে ৪ রাশি, রকেটের গতিতে আয়-উন্নতি, মিলবে কুবেরের ধন
তিনি আরও লেখেন, ‘আমাদের সুন্দর বছরগুলো একসঙ্গে কাটানোর জন্য, আমাদের দুই সুন্দরী মেয়ের জন্য যারা একে অপরের প্রতি আমাদের ভালবাসাকে পুনরায় নিশ্চিত করে এবং আমার হৃদয়ে আমার সঙ্গে থাকা সমস্ত সুন্দর, সুখী স্মৃতির জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তোমার জন্মদিনে, ঈশ্বরের কাছে আমার প্রার্থনা যে সে যেন তোমাকে শান্তি ও সুখে রাখে, যা তোমার নম্রতা, হৃদয়ের সদয়তা এবং মানবতার প্রতি তোমার ভালবাসার জন্য তুমি প্রাপ্য। শুভ জন্মদিন প্রিয় ভালবাসা। আমাদের ‘একসঙ্গে’ আনন্দময় মুহূর্তগুলি।’
advertisement
আরও পড়ুন- ‘মহাপ্রলয়’ আসছে…! ২০২৬-এ দুনিয়া কাঁপাবে শনিদেব, সাড়ে সাতি-ঢাইয়া ৩ রাশির জীবন নরক করে ছাড়বে, পদে পদে বিপদ
আজ সকালে সানি দেওল এবং এষা দেওল তাদের প্রয়াত বাবার জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। সানি দেওল একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি এবং ধর্মেন্দ্র একটি পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় এক উষ্ণ মুহূর্ত দেখেছেন। ক্লিপে সানিকে জিজ্ঞাসা করতে শোনা যাচ্ছে, ‘পাপা, তুমি কি উপভোগ করছো?’ ধর্মেন্দ্র হেসে উত্তর দেন, ‘আমি সত্যিই আমার ছেলেকে উপভোগ করছি।’ সানি তখন মৃদুভাবে উত্তর দেন, ‘এটা সুন্দর।’
advertisement
সানি একটি ক্যাপশন-সহ ভিডিওটি পোস্ট করেছেন, যেখানে লেখা,’আজ আমার বাবার জন্মদিন। পাপা আমার সঙ্গে সবসময় আছে । তোমাকে ভালোবাসি পাপা। তোমাকে মিস করি।’
মেয়ে এষা দেওল তার বাবার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘আমরা সবসময় একসঙ্গে আছি বাবা। স্বর্গ হোক বা পৃথিবী। আমরা এক।’
তিনি আরও লিখেছেন যে তিনি তাকে তার হৃদয়ের গভীরে যত্ন সহকারে গেঁথে রেখেছেন যাতে তিনি তাকে সারাজীবন তার সঙ্গে বহন করতে পারেন। ‘আমি তোমাকে খুব বেদনাদায়কভাবে মিস করি বাবা… তোমার উষ্ণ সুরক্ষামূলক আলিঙ্গন যা সবচেয়ে আরামদায়ক কম্বলের মতো মনে হয়েছিল, তোমার নরম কিন্তু শক্তিশালী হাত ধরে রাখা যার মধ্যে ছিল অব্যক্ত বার্তা এবং তোমার কণ্ঠস্বর আমার নাম ধরে ডাকছিল এবং তারপরে অবিরাম কথোপকথন, হাসি এবং শায়েরি ছিল। তোমার নীতিবাক্য ‘সর্বদা বিনয়ী হও, সুখী হও, সুস্থ থাকো এবং শক্তিশালী হও।’ আমি গর্ব এবং শ্রদ্ধার সঙ্গে তোমার উত্তরাধিকার অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। এবং আমি আমার মতো লক্ষ লক্ষ লোকের কাছে তোমার ভালবাসা ছড়িয়ে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব যারা তোমাকে ভালবাসে।’
তিনি আরও লেখেন, ‘আমাদের সুন্দর বছরগুলো একসঙ্গে কাটানোর জন্য, আমাদের দুই সুন্দরী মেয়ের জন্য যারা একে অপরের প্রতি আমাদের ভালবাসাকে পুনরায় নিশ্চিত করে এবং আমার হৃদয়ে আমার সঙ্গে থাকা সমস্ত সুন্দর, সুখী স্মৃতির জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তোমার জন্মদিনে, ঈশ্বরের কাছে আমার প্রার্থনা যে সে যেন তোমাকে শান্তি ও সুখে রাখে, যা তোমার নম্রতা, হৃদয়ের সদয়তা এবং মানবতার প্রতি তোমার ভালবাসার জন্য তুমি প্রাপ্য। শুভ জন্মদিন প্রিয় ভালবাসা। আমাদের ‘একসঙ্গে’ আনন্দময় মুহূর্তগুলি।’
আজ সকালে সানি দেওল এবং এষা দেওল তাদের প্রয়াত বাবার জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। সানি দেওল একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি এবং ধর্মেন্দ্র একটি পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় এক উষ্ণ মুহূর্ত দেখেছেন। ক্লিপে সানিকে জিজ্ঞাসা করতে শোনা যাচ্ছে, ‘পাপা, তুমি কি উপভোগ করছো?’ ধর্মেন্দ্র হেসে উত্তর দেন, ‘আমি সত্যিই আমার ছেলেকে উপভোগ করছি।’ সানি তখন মৃদুভাবে উত্তর দেন, ‘এটা সুন্দর।’
সানি একটি ক্যাপশন-সহ ভিডিওটি পোস্ট করেছেন, যেখানে লেখা,’আজ আমার বাবার জন্মদিন। পাপা আমার সঙ্গে সবসময় আছে । তোমাকে ভালোবাসি পাপা। তোমাকে মিস করি।’
মেয়ে এষা দেওল তার বাবার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘আমরা সবসময় একসঙ্গে আছি বাবা। স্বর্গ হোক বা পৃথিবী। আমরা এক।’
তিনি আরও লিখেছেন যে তিনি তাকে তার হৃদয়ের গভীরে যত্ন সহকারে গেঁথে রেখেছেন যাতে তিনি তাকে সারাজীবন তার সঙ্গে বহন করতে পারেন। ‘আমি তোমাকে খুব বেদনাদায়কভাবে মিস করি বাবা… তোমার উষ্ণ সুরক্ষামূলক আলিঙ্গন যা সবচেয়ে আরামদায়ক কম্বলের মতো মনে হয়েছিল, তোমার নরম কিন্তু শক্তিশালী হাত ধরে রাখা যার মধ্যে ছিল অব্যক্ত বার্তা এবং তোমার কণ্ঠস্বর আমার নাম ধরে ডাকছিল এবং তারপরে অবিরাম কথোপকথন, হাসি এবং শায়েরি ছিল। তোমার নীতিবাক্য ‘সর্বদা বিনয়ী হও, সুখী হও, সুস্থ থাকো এবং শক্তিশালী হও।’ আমি গর্ব এবং শ্রদ্ধার সঙ্গে তোমার উত্তরাধিকার অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। এবং আমি আমার মতো লক্ষ লক্ষ লোকের কাছে তোমার ভালবাসা ছড়িয়ে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব যারা তোমাকে ভালবাসে।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2025 6:03 PM IST

