Madhyamik Result 2025: ফলপ্রকাশের আগের রাতে ভয়ঙ্কর ঘটনা! মধ্যরাতে কী ঘটল মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে? জানলে শিউরে উঠবেন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Madhyamik Result 2025: শুক্রবার মাধ্যমিকের ফলপ্রকাশের আগে বৃহস্পতিবার রাতে দেবগ্রামে মাধ্যমিক পরীক্ষার্থীরা-সহ বেশ কয়েকজন ডালপুরি আর তরকারির পিকনিক আয়োজন করে। আর সেই খাবার খেয়ে মধ্যরাত থেকে অসুস্থ হয়ে পড়েন মাধ্যমিক পরীক্ষার্থী-সহ বেশ কয়েকজন।
মুর্শিদাবাদ: প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। তার আগেই বেশ কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী-সহ গ্রামের যুবকরা হঠাৎই বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় ন’জনকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, বাকিদের চিকিৎসা চলছে গ্রামেই। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞার আন্দি দেবগ্রামে।
জানা গিয়েছে, শুক্রবার মাধ্যমিকের ফলপ্রকাশের আগে বৃহস্পতিবার রাতে দেবগ্রামে মাধ্যমিক পরীক্ষার্থীরা-সহ বেশ কয়েকজন ডালপুরি আর তরকারির পিকনিক আয়োজন করে। আর সেই খাবার খেয়ে মধ্যরাত থেকে অসুস্থ হয়ে পড়েন মাধ্যমিক পরীক্ষার্থী-সহ বেশ কয়েকজন। অবস্থা গুরুতর হলে তাদের মধ্যে ন’জনকে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।
আরও পড়ুনঃ মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অদ্রিত, দ্বিতীয়-তৃতীয় স্থানে কারা? কী হতে চায় ৪ পড়ুয়া? জানুন
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে খাবার খাওয়ার পর থেকেই হঠাৎই বমি করতে থাকেন অনেকেই। মধ্যরাতে এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। যদিও ভোররাতে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
advertisement
advertisement
বড়ঞা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌমিক দাস জানিয়েছেন, খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন সকলেই। গ্রামে ঔষধ ও মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। ন’জনের চিকিৎসা চলছে কান্দি মহকুমা হাসপাতালে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2025 11:34 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Result 2025: ফলপ্রকাশের আগের রাতে ভয়ঙ্কর ঘটনা! মধ্যরাতে কী ঘটল মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে? জানলে শিউরে উঠবেন

