WB Madhyamik Result 2025 Merit List: মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের আদৃত, দ্বিতীয়-তৃতীয় স্থানে কারা? কী হতে চায় ৪ পড়ুয়া? জানুন
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
WB Madhyamik Result 2025 Merit List: মাধ্যমিকে প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। দ্বিতীয় স্থানে রয়েছে দু'জন। মালদহ রামকৃষ্ণমিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস এবং বিষ্ণুপুর হাইস্কুল বাঁকুড়ার সৌম্য পাল (৯৯৪)।
কলকাতাঃ প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। শুক্রবার, ২ মে, সকাল ৯টায় মাধ্যমিক বোর্ড ফল ঘোষণা করল। ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়। ৭০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশিত হল।
মাধ্যমিকের মেধাতালিকায় স্থান করে নিয়েছে মোট ৬৬ পড়ুয়া। প্রথম স্থানে- ১ জন, দ্বিতীয় স্থানে- ২ জন, তৃতীয় স্থানে- ১ জন, চতুর্থ স্থানে- ২ জন, পঞ্চম স্থানে- ৪ জন, ষষ্ঠ স্থানে- ৫ জন, সপ্তম স্থানে-৫ জন, অষ্টম স্থানে- ১৬ জন, নবম স্থানে- ১৪ জন, দশম-১৬ জন।
আরও পড়ুনঃ কখনও ঠান্ডা কম হচ্ছে, কখনও জমছে বরফের পাহাড়! গরমে কোন তাপমাত্রায় ফ্রিজ চালাবেন? ৯৯% মানুষই ভুল জানেন
এবারের মাধ্যমিকে প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। দ্বিতীয় স্থানে রয়েছে দু’জন। মালদহ রামকৃষ্ণমিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস এবং বিষ্ণুপুর হাইস্কুল বাঁকুড়ার সৌম্য পাল (৯৯৪)। তৃতীয় স্থানে কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্র ঈশানী চক্রবর্তী, তার প্রাপ্ত নম্বর ৬৯৩।
advertisement
advertisement
১০ ফেব্রুয়ারি শুরু হয় এ বছরের মাধ্যমিক। ২২-এ ফেব্রুয়ারি শেষ হয় পরীক্ষা। মোট পরীক্ষা দিয়েছে ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন পরীক্ষা দিয়েছেন। গতবারের তুলনায় ৫৬ হাজার ৮২৭ জন বেশি। ছাত্রীদের সংখ্যা বেশি ছাত্রদের তুলনায়। রাজ্য জুড়ে পরীক্ষা হয় মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2025 9:40 AM IST









