পুলিশকে ফাঁকি দিয়ে রমরমিয়ে চলছিল বেআইনি অস্ত্রের ব্যবসা! বিধানসভা ভোটের জন্যই কি রাজ্যে মজুত হচ্ছিল অস্ত্র-ভাণ্ডার?

Last Updated:

খড়দহে মধুসূদনের অস্ত্র ভান্ডার কি আগামী বিধানসভা ভোটের জন্যই মজুত হচ্ছিল?

পিস্তল প্রতীকী ছবি
পিস্তল প্রতীকী ছবি
খড়দহ, সুবীর দেঃ দীর্ঘ বেশ কয়েক বছর (আনুমানিক ১৫ বছর) ধরেই পুলিশের চোখে ধুলো দিয়ে অস্ত্র ব্যবসা চালিয়ে আসছেন খড়দহের মধুসূদন মুখার্জি। পাশাপাশি তিনি অস্ত্র মেরামতিরও কাজ করতেন। কারুর রাইফেল, পিস্তল খারাপ হলেই ডাক পড়ত মধুসূদনের। মধুসূদন মোটা টাকা নিয়ে সেই অস্ত্র সাড়িয়ে দিতেন।
এছাড়াও বিহারের মুংগের থেকে অর্ডার আসত তাঁর কাছে। মোটা টাকার বিনিময়ে চাহিদা মতো কার্তুজ এনে দিতেন মধুসূদন। তাঁকেই এবার গ্রেফতার করেছে পুলিশ। মধুসূদনের এই অস্ত্র ব্যবসার পিছনে কোন রাঘব বোয়ালের হাত আছে তারই খোঁজ শুরু করেছে ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ।
আসন্ন ২০২৬ বিধানসভা ভোটের জন্যই কি খড়দহের এই অস্ত্র ভান্ডার মজুত করেছিলেন মধুসূদন? 
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্কুল থেকে ফেরার পথে খড়দহে রহস্যজনকভাবে নিখোঁজ অষ্টম শ্রেণির দুই ছাত্রী! চরম উৎকন্ঠায় পরিবার
খড়দহে মধুসূদনের অস্ত্র ভান্ডার কি আগামী বিধানসভা ভোটের জন্যই মজুত হচ্ছিল? এই প্রশ্ন ভাবাচ্ছে পুলিশকে। পুলিশের জেরায় মধুসূদন মুখার্জি জানিয়েছে, এই অস্ত্র ব্যবসা তাঁর অনেকদিনের। ছাব্বিশের ভোটের পর এই অস্ত্র ব্যবসা ছেড়ে দেবেন ভেবেছিলেন তিনি। কিন্তু শেষমেশ পুলিশের জালে এইভাবে জড়িয়ে যাবেন তা ভেবে উঠতে পারেননি।
advertisement
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক তদন্তকারী অফিসারের ধারনা, আসন্ন ভোটের জন্যই বিহারের মুংগের থেকে এই অস্ত্র মজুত করা হচ্ছিল। এর জন্য কেউ তাঁকে মোটা টাকার বরাত দিতে পারে বলেও পুলিশের অনুমান। তবে কে এই বরাত দিয়েছিল মধুসূদনকে? তা নিয়ে ধন্দে পুলিশ।
আরও পড়ুনঃ রাস্তায় সাক্ষাৎ ‘যমরাজ’! প্রতিমুহূর্তে মৃত্যুর হাতছানি, এড়িয়ে চলুন শহরের এই রাস্তা
মধুসূদন মুখার্জির ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তাঁকে ব্যারাকপুর আদালতে পাঠাচ্ছে রহড়া থানার পুলিশ। মধুসূদনের বিরুদ্ধে রহড়া থানার পুলিশ এবং ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্ট বেআইনি অস্ত্র মজুত রাখা এবং তা বিক্রি করার দায়ে অস্ত্র আইনে মামলা রজু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুলিশকে ফাঁকি দিয়ে রমরমিয়ে চলছিল বেআইনি অস্ত্রের ব্যবসা! বিধানসভা ভোটের জন্যই কি রাজ্যে মজুত হচ্ছিল অস্ত্র-ভাণ্ডার?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement