Netaji Subhas Chandra Bose Birthday: নেতাজির জন্মদিনে আজও সকলকে সিঙারা খাওয়ায় রায় পরিবার
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
আগে সিঙারা বাড়িতেই তৈরি হত, তবে এখন অর্ডার দিয়ে বানানো হয় এবং সেটাই সকলের মধ্যে বিলি করা হয়
পূর্ব বর্ধমান: নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু জায়গায়। তারই মধ্যে অন্যতম একটি হল পূর্বস্থলী। পূর্বস্থলীর রায় পরিবারে এসেছিলেন নেতাজি। সেই থেকে আজও রায় পরিবারের কাছে নেতাজি ‘কুলদেবতা ‘।
রায় পরিবার সূত্রে জানা যায়, পূর্বস্থলী থানা এলাকার প্রথম স্বাধীনতা সংগ্রামী ছিলেন রমেশচন্দ্র রায়। ১৯৩২ সালে রমেশচন্দ্র রায় এবং তাঁর ভাই সুরেশচন্দ্র রায়ের কাছে নেতাজি এসেছিলেন। তখন রমেশচন্দ্র রায়ের স্ত্রী শিবভাবিনী দেবী ছিলেন জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী। রায় পরিবার সূত্রেই জানা যায়, শিবভাবিনী দেবী সেই সময় নেতাজিকে সিঙারা তৈরি করে খাইয়েছিলেন। সেই থেকে আজও নেতাজির জন্মদিন উপলক্ষ্যে সিঙারা বিলি করে রায় পরিবার। এই প্রসঙ্গে রায় পরিবারের সদস্য গৌতম রায় বলেন, তেলেভাজা নেতাজি সুভাষ খেতে বেশি ভালোবাসতেন। কলকাতার বিবেকানন্দ রোডে একটি দোকনে নেতাজি মাঝে মাঝেই তেলেভাজা খেতেন। সেই দোকান থেকে ২৩ জানুয়ারি ফ্রি-তে তেলেভাজা খাওয়ানো হয়। সেই হিসেবে আমরাও তার জন্মদিনে সিঙারা বিলি করি। আগে সিঙারা বাড়িতেই তৈরি হত, তবে এখন অর্ডার দিয়ে বানানো হয় এবং সেটাই সকলের মধ্যে বিলি করা হয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রায় পরিবার সূত্রে জানা গিয়েছে, রায় বাড়িতে নেতাজি সাংগঠনিক কাজসেরে কাষ্ঠশালি হয়ে মেড়তলা গিয়েছিলেন। নেতাজি রায় বাড়িতে এসে যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ারটি আজও সংরক্ষিত রয়েছে। চেয়ারটিকে সুন্দরভাবে যত্নসহকারে কাঁচের শোকেসের মধ্যে রেখেছেন পরিবারের সদস্যরা। নেতাজি যেন এই রায় পরিবারের কাছে ভগবান। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি, ছোঁয়া আজও বহন করে চলেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর রায় পরিবার।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2024 1:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Netaji Subhas Chandra Bose Birthday: নেতাজির জন্মদিনে আজও সকলকে সিঙারা খাওয়ায় রায় পরিবার
