Ayodhya Ram Mandir: অযোধ্যা থেকে ৭৮০ কিলোমিটার দূরে রামের বিরাট ছবি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
বাঁকুড়া শহরের সতীঘাট এলাকার নব নির্মিত গন্ধেশ্বরী সেতুর কাছে এই বিশালাকার পোস্টারটি লাগানো হয়েছে। পাশেই রয়েছে শতাধিক বছরেরও প্রাচীন রাম মন্দির এবং হনুমান মন্দির
বাঁকুড়া: এটা উত্তরপ্রদেশের অযোধ্যা নাকি! রামের অতিকায় পোস্টার দেখে আপনি ক্ষণিকের জন্য গুলিয়ে ফেলতে পারেন এটা বাঁকুড়া শহর নাকি অযোধ্যা। সোমবার রাম মন্দির প্রতিষ্ঠার আনন্দে বাঁকুড়া শহরে রামচন্দ্রের ৩৫ ফুট উচ্চতার একটি পোস্টার লাগানো হয়েছে।
বাঁকুড়া শহরের সতীঘাট এলাকার নব নির্মিত গন্ধেশ্বরী সেতুর কাছে এই বিশালাকার পোস্টারটি লাগানো হয়েছে। পাশেই রয়েছে শতাধিক বছরেরও প্রাচীন রাম মন্দির এবং হনুমান মন্দির। রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। রাম নাম সহযোগে লাগানো হয় ৩৫ ফুটের রামের ছবি। রাতেও ধরা পড়ে বিশেষ প্রস্তুতি। আলোয় ঝলমল করছে দুই মন্দির। পরিষ্কার করা হচ্ছে রাম মন্দির। বাঁকুড়ার মানুষদের জন্যেই এই আয়োজন এমনটাই জানান উদ্যোক্তারা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বাঁকুড়া শহরের ব্যস্ততম এলাকা সতীঘাট। নব নির্মিত গন্ধেশ্বরী সেতুর উপর দিয়ে নিত্য যাতায়াত হাজার হাজার মানুষের। সেই কারণেই এই এলাকায় বড় এই ছবি নজর কাড়ছে সকলের। মাড়োয়ারি সমাজের ব্রাহ্মণরা করছে রামের নাম পাঠ। ১২৫ বছর পুরোনো রাম মন্দির এবং হনুমান মন্দিরের কর্তৃপক্ষ সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় শ্রী রামচন্দ্র উৎসব উৎযাপন কমিটির মাধ্যমে নেওয়া হয়েছে এই উদ্যোগ। উদ্যোক্তা সৌগত পাত্র জানান, রামচন্দ্রকে ঘিরেই সব কিছু থাকছে এদিন। যজ্ঞ, পুজো, রাম নাম পাঠ, প্রদীপ প্রজ্জ্বলন এবং প্রসাদ বিতরণ। বোঝাই যাচ্ছে যে বাঁকুড়া জেলায় রামমন্দির ঘিরে উন্মাদনা তুঙ্গে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2024 1:16 PM IST