Mathura Cake: শ্রীকৃষ্ণের জন্মভূমির কেকের স্বাদে মাত খাদ্য রসিক বাঙালি! খেয়েছেন নাকি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
দুধ, ঘি, কাজুবাদাম, ময়দা, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় এই কেকের প্রাথমিক অবস্থা। তারপর ছাঁকা তেলে ভেজে চিনির গুঁড়ো মাখিয়ে ভোজন রসিকদের হাতে তুলে দেওয়া হয়
উত্তর ২৪ পরগনা: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর তার সঙ্গেই চলে উৎসব, মেলা সহ নানা অনুষ্ঠান। তবে গ্রাম বাংলার মেলা হোক বা উৎসব সবেতেই ভোজন রসিক বাঙালির ভিড় চোখে পড়ে। তবে সুদূর মথুরার এই বিশেষ খাবারের এবার মজেছে আট থেকে আশি সকলে। বিশেষ পদ্ধতিতে তৈরি কৃষ্ণের জন্মস্থানের প্রসিদ্ধ এই কেক খেতে মেলায় উপচে পড়ছে মানুষের ভিড়।
আরও পড়ুন: মাঝ গঙ্গায় ফুটবল মাঠ! তা দেখে ভয়ে কাবু সব
এবারের অশোকনগর উৎসবে মথুরা কেকের স্টলে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল। তার মধ্যে বয়স্কদের সংখ্যাটা চোখে পড়ার মত। দুধ, ঘি, কাজুবাদাম, ময়দা, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় এই কেকের প্রাথমিক অবস্থা। তারপর ছাঁকা তেলে ভেজে চিনির গুঁড়ো মাখিয়ে ভোজন রসিকদের হাতে তুলে দেওয়া হয় এই মথুরা কেক।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এবারের মেলায় হিট মথুরা কেকের দাম কিন্তু খুব বেশি নয়। কম দামের এই কেক সকলেরই পছন্দ হয়েছে। মাত্র ১০ টাকায় এক পিস মথুরা কেক বিক্রি হয়েছে অশোকনগর মেলায়। তবে শুধু এখানেই নয়, বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল মথুরার এই বিশেষ খাবারের স্বাদে মজেছে গ্রাম বাংলা। পার্শ্ববর্তী রাজ্য ওড়িশাতেও এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ছোট শিশু থেকে বয়স্ক সকলেই পরম তৃপ্তি সহকারে খাচ্ছেন শ্রীকৃষ্ণের জন্মস্থানের এই কেক। নিরামিষ এই কেকের স্বাদ মন জয় করে নিয়েছে রসিক বাঙালির।
advertisement
রুদ্রনারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2024 5:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mathura Cake: শ্রীকৃষ্ণের জন্মভূমির কেকের স্বাদে মাত খাদ্য রসিক বাঙালি! খেয়েছেন নাকি