Nadia News: মাঝ গঙ্গায় ফুটবল মাঠ! তা দেখে ভয়ে কাবু সব
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
একদিকে নদী ভাঙন, অন্যদিকে নতুন চরের জন্ম, সব মিলিয়ে আতঙ্কে ভুগছেন গঙ্গার তীরবর্তী এলাকার বাসিন্দারা
নদিয়া: মাঝ গঙ্গায় ফুটবল খেলার মাঠ! ভাবছেন তো এ আবার কেমন ব্যাপার? আসলে গঙ্গা গতিপথ পরিবর্তন করায় কল্যাণীর মাঝেরচর এলাকায় গঙ্গার বুকে কয়েকশো মিটার দীর্ঘ নতুন চর জেগে উঠেছে। যা দূর থেকে দেখলে একটি ফুটবল মাঠ বলে মনে হতে পারে। বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা।
আরও পড়ুন: শিক্ষক নেই, স্কুল ছেড়ে দিল পড়ুয়ারা
একদিকে নদী ভাঙন, অন্যদিকে নতুন চরের জন্ম, সব মিলিয়ে আতঙ্কে ভুগছেন গঙ্গার তীরবর্তী এলাকার বাসিন্দারা। নদিয়ার কল্যাণী ব্লকের মাঝেরচর এলাকায় দীর্ঘ কয়েকশো মিটার এলাকা গঙ্গার বুকে নতুন করে জেগে উঠেছে। এই নতুন চরের কিছুটা দূরে ঈশ্বরগুপ্ত সেতু অবস্থিত। তার পাশেই আরেকটি সেতু নির্মাণ হচ্ছে। কাছেই আছে ব্যান্ডেল তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই গঙ্গার উপর দিয়েই মাঝে মাঝেই ব্যান্ডেল তাপ বিদ্যুৎ কেন্দ্র বা ফারাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভেসেলে করে কয়লা বা ছাই নিয়ে যাওয়া হয়। পরিবেশপ্রেমীরা গঙ্গার বুকে এই হঠাৎ চর গজিয়ে ওঠায় অশনি সঙ্কেত দেখছেন। তাঁদের ধারণা এর ফলে নদী ভাঙন সমস্যা আরও তীব্র হতে পারে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার ড্রেজিং করার জন্য প্রায় ৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে। ফারাক্কা থেকে হলদিয়া পর্যন্ত গঙ্গার বুকে ড্রেজিংয়ের কাজ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে শুরু হবে বলে জানান তিনি। অন্যদিকে নতুন করে গঙ্গার বুকে চর গজিয়ে ওঠা নিয়ে কটাক্ষ করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। রাজনৈতিক তরজা যাই হোক না কেন প্রতিদিন গঙ্গা তার নাব্যতা হারাচ্ছে, হারাচ্ছে তার গতিপথ। ভাঙছে পাড়। ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2024 5:26 PM IST