South 24 Parganas News: শিক্ষক নেই, স্কুল ছেড়ে দিল পড়ুয়ারা

Last Updated:

গত বছর‌ও পাথরপ্রতিমার এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল ১৬ জন। কিন্তু শিক্ষক ছিল না। ফলে নতুন বছরে একজনও পড়ুয়া ভর্তি হয়নি স্কুলে

+
দক্ষিণ

দক্ষিণ শিবগঞ্জ জুনিয়র হাইস্কুল

দক্ষিণ ২৪ পরগনা: স্কুলে নেই স্থায়ী শিক্ষক। গুটিকতক ছাত্র-ছাত্রী যারা ছিল তারা আবার ভর্তি হয়েছে অন্যত্র। ফলে শিক্ষক, ছাত্র শূন্য হয়ে বন্ধ হয়ে গেল পাথরপ্রতিমার দক্ষিণ শিবগঞ্জ জুনিয়র হাইস্কুল। একটি জুনিয়র হাইস্কুল এভাবে বন্ধ হয়ে যাওয়ায় চিন্তিত শিক্ষাবিদরা।
গত বছর‌ও পাথরপ্রতিমার এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল ১৬ জন। কিন্তু শিক্ষক ছিল না। ফলে নতুন বছরে একজনও পড়ুয়া ভর্তি হয়নি স্কুলে। উল্টে ওই ১৬ জন পড়ুয়া ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে ১০ কিলোমিটার দূরের অন্য স্কুলে ভর্তি হয়। এমন অবস্থায় স্কুলটি বন্ধ হয়ে যাওয়া প্রায় অনিবার্য ছিল।
advertisement
advertisement
এই জুনিয়র হাই স্কুল একসময় চালাতেন তিনজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তাঁদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়। বছর চারেক পর অবসরপ্রাপ্ত শিক্ষকদের বয়স ৬৫ হয়। ফলে তাঁদের চুক্তি আর নবীকরণ করা হয়নি। পরিবর্তে নতুন একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে নিয়োগ করা হয়। তিনি তাঁর মর্জিমত যাতায়াত করেন বলে অভিযোগ। স্কুল সূত্রে খবর, ২০১৩ সালে চারটি ক্লাসে ৬০ জন ছাত্র ছিল। কিন্তু সর্বসময়ের শিক্ষক না থাকায় ক্রমশই কমতে শুরু করে পড়ুয়ার সংখ্যা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
২০২৩ সালে স্কুলের পড়ুয়া সংখ্যা কমে হয় ১৬ তে ঠেকে। স্কুলের এই বেহাল অবস্থা দেখে তারাও দূরের স্কুলে টিসি নিয়ে চলে যায়। এ নিয়ে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসুদেব দাস জানান, বহুবার এসআই অফিস থেকে ডিআই অফিসে যোগাযোগ করেছি। আবেদন করেছি আরও শিক্ষক দেওয়ার জন্য, কিন্তু সুরাহা হয়নি। ফলে কার্যত স্কুল বন্ধই হয়ে গেল এবার।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: শিক্ষক নেই, স্কুল ছেড়ে দিল পড়ুয়ারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement