Sundarban Bird Festival: দ্বিতীয় বছরে পা সুন্দরবন পাখি উৎসবের, দেশ-বিদেশ থেকে হাজির পর্যটকরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
শীত বেশি থাকায় এবার অনেক বেশি পরিযায়ী পাখির দেখা মিলতে পারে বলে আশা করা হচ্ছে
দক্ষিণ ২৪ পরগনা: ২০২৩-এ প্রথম পাখি উৎসব অনুষ্ঠিত হয় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে। প্রথম বছরই পক্ষীপ্রেমীদের উৎসাহ দেখে এবং সাফল্যকে মাথায় রেখে এবার দ্বিতীয় বছরে উৎসব শুরু হয়েছে। ২০ জানুয়ারি পর্যন্ত সুন্দরবনের জঙ্গলে চলবে এই পাখি উৎসব।
এবারের পাখি উৎসবের সূচনা করেন রাজ্যের প্রধান মুখ্য বন সংরক্ষক দেবল রায়। উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান মুখ্য বন সংরক্ষক নীলাঞ্জন মল্লিক, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা রাজেন্দ্র জাখর, সহ ক্ষেত্রে অধিকর্তা জোন্স জাস্টিন প্রমুখ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পাখি প্রেমীরা এই উৎসবে যোগ দিয়েছেন। প্রথমবারের পাখি উৎসবের ফলাফল বিচার-বিশ্লেষণ করে বন দফতর জানিয়েছিল, ১৪৫ প্রজাতির পাখির দেখা মিলেছে সুন্দরবনে। পাঁচ হাজারের বেশি পাখির দর্শন পেয়েছিলেন উৎসবে যোগদানকারী পাখি প্রেমীরা। গতবার শীতের একেবারে শেষলগ্নে উৎসব হয়েছিল। এ বার আরও প্রায় মাসখানেক আগে এই উৎসব হওয়ায় এবং বেশি দিন ধরে চলায় আরও অনেক পাখির দর্শন মিলবে বলে আশা বন দফতরের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শীত বেশি থাকায় এবার অনেক বেশি পরিযায়ী পাখির দেখা মিলতে পারে বলে আশা করা হচ্ছে। গত বছর পাখি উৎসব থেকে বন দফতর বেশ কিছু সিদ্ধান্ত নেয়। সেই মত শীতে যে সমস্ত পরিযায়ী পাখি সুন্দরবনে আসে তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যাতে কোনভাবেই কেউ পাখি শিকার না করে সেদিকে কড়া নজর দেওয়া হয়েছে। এর জন্য বাড়তি টহলদারি চালানো হচ্ছে বন দফতরের উদ্যোগে। শুধু সুন্দরবনের জঙ্গল এলাকা নয়, আশপাশের লোকালয়গুলিতেও পাখিদের নিরাপত্তা বাড়াতে গ্রামবাসীদের সচেতন করা হচ্ছে।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2024 4:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarban Bird Festival: দ্বিতীয় বছরে পা সুন্দরবন পাখি উৎসবের, দেশ-বিদেশ থেকে হাজির পর্যটকরা