Indian Railway: বাতিল থাকছে বহু ট্রেন, ফের ভোগান্তি কাটোয়া শাখায়! কোন কোন লোকাল বাতিল দেখুন তালিকা

Last Updated:

১৯ মার্চ থেকে বুধবার থেকে ৯ এপ্রিল পর্যন্ত ১৬ দিন ধরে ব্যান্ডেল-কাটোয়া সেকশনের একাধিক  ট্রেন বাতিল করা হচ্ছে।হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় ফের ট্রেন পরিষেবা ব্যাহত হবে। রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য দিনের একটা বড় সময় ওই শাখায় অনিয়মিত থাকবে ট্রেন চলাচল। কয়েকটি লোকালও বাতিল করা হবে।

News18
News18
কলকাতা: আজ ভোগান্তির মুখে পড়তে পারেন কাটোয়া লাইনের রেলযাত্রীরা৷ রেললাইনে বিশেষ কাজ চলায় ট্রেন চলাচলে কিছু রদবদল হতে পারে বলে রেল সূত্রের খবর৷ জানা গিয়েছে,ধাত্রীগ্রাম এবং ব্যান্ডেল স্টেশনের মধ্যে ডাউন মেইন লাইনে দিনের বেলায় ঘণ্টা তিনেক ধরে কাজ হবে। তার জন্যই ট্র্যাফিক ব্লক করা প্রয়োজন।
এর জন্যই নিম্নলিখিত ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। ১৯ তারিখ বুধবার থেকে শুধুমাত্র বৃহস্পতিবার এবং রবিবার বাদে প্রতিদিনই লোকাল বাতিল করা হবে। ০৯.০৪.২০২৫ , বুধবার কাজ শেষ হওয়ার কথা। এর জন্য ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল এবং কাটোয়া থেকে: ৩৭৭৪৮ কাটোয়া-বান্ডেল লোকাল বাতিল করা হবে।
আরও পড়ুন: প্যারাস্যুটে ভেসে নামছে সুনীতাদের ক্যাপসিউল, আর অভ্যর্থনা জানাচ্ছে ডলফিনরা! এ যেন সিনেমার সাজানো দৃশ্য, দেখুন নাসার সেই ভিডিও
এর সঙ্গে আর কোনও ট্রেন যুক্ত হলে বা সময় সংক্রান্ত কোনও পরিবর্তন হলে তা স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। যাত্রীদের ঘোষণা অনুসরণ করার অনুরোধ করেছে রেল। টানা ২ সপ্তাহ ধরে বাতিল করা হচ্ছে একাধিক ব্যান্ডেল লোকাল।  রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল থেকে ১৬ দিন চালানো হবে না ব্যান্ডেল-কাটোয়া সেকশনের একাধিক লোকাল।
advertisement
advertisement
১৯ মার্চ থেকে বুধবার থেকে ৯ এপ্রিল পর্যন্ত ১৬ দিন ধরে ব্যান্ডেল-কাটোয়া সেকশনের একাধিক  ট্রেন বাতিল করা হচ্ছে।হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় ফের ট্রেন পরিষেবা ব্যাহত হবে। রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য দিনের একটা বড় সময় ওই শাখায় অনিয়মিত থাকবে ট্রেন চলাচল। কয়েকটি লোকালও বাতিল করা হবে।
advertisement
পাশাপাশি, কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার কথাও জানিয়েছে পূর্ব রেল। বাতিলের তালিকায় আর কোনো ট্রেন যুক্ত হলে বা সময় সংক্রান্ত কোনও পরিবর্তন হলে তা স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
তাই সেক্ষেত্রে যাত্রীদের রেল ঘোষণা অনুসরণ করার অনুরোধ করা হয়েছে।প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক লোকাল ট্রেন বাতিলের কারণে সমস্যায় নিত্য যাত্রীরা। তাদের বক্তব্য রক্ষণাবেক্ষণের কথা বলে এই ট্রেন বন্ধ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়ে গেছে। যদি হাওড়া ডিভিশনের আধিকারিকরা জানাচ্ছেন, কাজের প্রয়োজনেই এই সিদ্ধান্ত নিতে হয় তাদের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railway: বাতিল থাকছে বহু ট্রেন, ফের ভোগান্তি কাটোয়া শাখায়! কোন কোন লোকাল বাতিল দেখুন তালিকা
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement