I love Berhampore: পর্যটকদের জন্য এবার বহরমপুরে উদ্বোধন করা হল আই লাভ বহরমপুর

Last Updated:

মুর্শিদাবাদের (Murshidabad) প্রাণ কেন্দ্র এই বহরমপুর (Berhampore) শহর। তবে এবার এই শহরের মুকুটে জুড়ে গেল আরও একটি পালক। আই লাভ বহরমপুর (I love Berhampore)।

I love Berhampore logo opend for tourists
I love Berhampore logo opend for tourists
#বহরমপুর: পর্যটকদের জন্য এবার বহরমপুরে (Berhampore) উদ্বোধন করা হল আই লাভ বহরমপুর (I love Berhampore) । উঁচু উঁচু ব্লিডিং, ঝাঁ চকচকে শমিং কমপ্লেক্স থেকে শুরু করে মাল্টিপ্লেক্স, বিনোদনের পার্ক, কি নেই এই শহরে। মুর্শিদাবাদের (Murshidabad) প্রাণ কেন্দ্র এই বহরমপুর (Berhampore) শহর। তবে এবার এই শহরের মুকুটে জুড়ে গেল আরও একটি পালক। আই লাভ বহরমপুর (I love Berhampore)।
বড় বড় শহর গুলোতে পর্যটকদের টানতে যে রকম ভাবে সাজানো হয় ঠিক সেই রকম বহরমপুর ব্যারাক স্কোয়ার ও তৈরি হল নিজস্ব ফলকে। এমননি তেই ব্যারাক স্কোয়ারকে সৌন্দর্য্যায়ন করা হয়েছে। সেখানে প্রতি দিন ই সন্ধ্যায় প্রচুর মানুষ ঘুরতে আসে। তবে এবার ব্যারাক স্কোয়ারকে আরও ঐতিহ্যমণ্ডিত এবং আকর্ষণীয় করার জন্য তৈরি হল সেলফি জোন। করোনা বিধিকে মান্যতা দিয়ে আই লাভ বহরমপুরের  (I love Berhampore) সেলফি জোনের শুভ উদ্বোধন করা হয় রবিবার। রাজ্যের বিভিন্ন জায়গায় ইতি মধ্যেই পর্যটন কেন্দ্র গুলিতে গড়ে উঠেছে নিজের শহরের নাম দিয়ে সেলফি জোন।
advertisement
advertisement
এবার পর্যটক টানতে বহরমপুর শহরে উদ্বোধন করা হল আই লাভ বহরমপুর। রবিবার সন্ধ্যায় বছরের দ্বিতীয় দিনে মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে রবিবারের দিন বহরমপুর পৌরসভার উদ্যোগে আই লাভ বহরমপুর ও একটি সেলফি জোনের উদ্বোধন করা হলো।এদিন বহরমপুর পৌরসভার মুখ্য উপদেষ্টা নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের হাত ধরে বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে ডিএম বাংলোর উল্টোদিকে আই লাভ বহরমপুরে (I love Berhampore)   উদ্বোধন করা হয় সেলফি জোনের উদ্বোধন করা হয়।
advertisement
পাশাপাশি বহরমপুর শহরের যে সমস্ত হকার, যেমন বাদাম বিক্রেতা, চা বিক্রেতা, এবং চানাচুর বিক্রেতা প্রতিদিন রাত্রে বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে তাদের বহরমপুর পৌরসভার পক্ষ থেকে ফুলের তোড়া, মিষ্টি এবং শাল দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। রবিবারের এই সেলফি জোন ও আই লাভ বহরমপুরের উদ্বোধনী অনুষ্ঠান সাফল্যমন্ডিত করে তুলবার জন্য বহরমপুর পৌরসভার মুখ্য উপদেষ্টা নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন বহরমপুর পৌরসভার পৌর প্রশাসক স্বরূপ সাহা, বিশিষ্ট সমাজসেবী অশোক দাস, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য অশেষ ঘোষ সহ এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।রবিবার সন্ধ্যা পর থেকে এই সেলফি জোনে ভিড় জমাতে থাকেন পর্যটকরা৷
advertisement
 Pranab Kumar Banerjee
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
I love Berhampore: পর্যটকদের জন্য এবার বহরমপুরে উদ্বোধন করা হল আই লাভ বহরমপুর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement