IND vs SA: দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংস খতম, রাহুল -অশ্বিনের দৌলতে স্কোর ২০২

Last Updated:

Ind vs SA: ক্যাপ্টেন কেএল রাহুল (KL Rahul) অর্ধশতরান করেন৷ অন্যদিকে একটুর জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া হয়ে যায় রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin )৷ তিনি ৪৬ করে আউট হয়ে যান৷

Ind vs SA: India surpass 200 runs in 1st Innings of 2nd test- Photo Courtesy- BCCI/Twitter
Ind vs SA: India surpass 200 runs in 1st Innings of 2nd test- Photo Courtesy- BCCI/Twitter
#জোহনেসবার্গ: কোহলির চোটের কারণে অধিনায়কত্ব পাওয়া কেএল রাহুল এবং শেষবেলায় রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটের দৌলতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) দ্বিতীয় টেস্টে (2nd Test) ২০০ -র গণ্ডি পেরোল ভারতীয় ক্রিকেট দল৷ এদিন জোহনেসবার্গে ৬৩.১ ওভারে ২০২ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া৷ মেক শিফট ক্যাপ্টেন কেএল রাহুল (KL Rahul) অর্ধশতরান করেন৷ অন্যদিকে একটুর জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া হয়ে যায় রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin )৷  তিনি ৪৬ করে আউট হয়ে যান৷
advertisement
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)৷ ময়ঙ্ক আগরওয়াল (Mayak Agarwal) দ্রুত ২৬ করে আউট হন৷ এদিকে অধিনায়ক কেএল রাহুলকে (KL Rahul) ফের বিপাকে ফেলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteswar Pujara) এবং অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)৷ একজন ৩ ও অন্যজন ০ করে পরপর ২ বলে আউট হয়ে যান৷
advertisement
এরপর বিরাট কোহলির পরিবর্তে আসা হনুমা বিহারীও অবশ্য নিজের সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি৷ তিনি ২০ রান করেন৷ এদিন ভারতের জন্য সবচেয়ে খতরনাক হন দক্ষিণ আফ্রিকার বোলার জেনসেন৷ তিনি কেএল রাহুল, ময়ঙ্ক আগরওয়াল, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিনকে আউট করেন৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংসে সফলতম ব্যাটসম্যান অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া কেএল রাহুল৷  তিনি অর্ধশতরান করেন৷ রবিচন্দ্রন অশ্বিন ৪৬ রান করেন৷ ফ্লপ ঋষভ পন্থও তিনি ১৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷
advertisement
এদিকে এদিন এর আগে ভারতীয় শিবির সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বিরাট কোহলি এই টেস্টে খেলতে পারছেন না বলে। কেপ টাউনে তাঁর শততম টেস্ট খেলার কথা ছিল। কিন্তু এদিন তিনি না খেলায় শততম টেস্ট খেলার জন্য বিরাটকে অপেক্ষা করতে হবে দেশের মাটিতে শ্রীলঙ্কা সিরিজের জন্য। টস জিতে ব্যাটিং নেওয়ার পর রাহুল জানিয়েছেন, আপার ব্যাক স্প্যাজমের কারণে বিরাট খেলতে পারছেন না।
advertisement
তবে ফিজিওরা তাঁর পিঠের এই চোট দেখছেন। আশা করা হচ্ছে, বিরাট পরের টেস্টে খেলতে পারবেন। বিরাটের পরিবর্তে খেলছেন হনুমা বিহারী। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের হাতছানি রয়েছে ভারতের সামনে। নির্বাসন কাটিয়ে ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকে আজ অবধি ওয়ান্ডারার্সে ভারতকে হারাতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
ভারতের কাছে ২ বার-সহ সবচেয়ে বেশি টেস্ট প্রোটিয়ারা হেরেছে এখানেই। আজ টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত। প্রথম এশিয়ান দল হিসেবে সেঞ্চুরিয়ন টেস্ট জিতে ইতিহাস তৈরি করেছে ভারত। অনেকেই বলতে পারেন দুর্বল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই জয় বড় ঘটনা নয়।
advertisement
ডি ভিলিয়ার্স, ডু প্লেসি, নখিয়াদের মত ক্রিকেটারদের পায়নি দক্ষিণ আফ্রিকা। এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন কুইন্টন ডি কক। ফলে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং আরো দুর্বল হয়ে গেল। ডি কক থাকলে, তবু কিছুটা রান উঠতে পারত, সেই সম্ভাবনা আর নেই।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংস খতম, রাহুল -অশ্বিনের দৌলতে স্কোর ২০২
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement